দুর্নীতির অভিযোগে অস্ট্রেলিয়ান ভাইস-চ্যান্সেলরের পদত্যাগ
দুর্নীতি কেলেঙ্কারির ভিডিও ফাঁস হওয়ার পরপরই পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ান ভাইস-চ্যান্সেলর হেইনজ ক্রিশ্চিয়ান স্ট্র্যাচে। শুক্রবার (১৭ মে) একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অস্ট্রেলিয়ার জনসেবা ও ক্রীড়া মন্ত্রী স্ট্র্যাচে এক রুশ বিনিয়োগকারীকে সরকারি চুক্তিতে বিশেষ সুবিধা দিতে চেয়েছেন। বিনিময়ে নির্বাচনী প্রচারণায় সহযোগিতা ও নিজ দলের জন্য অবৈধ অনুদান দাবি করেছেন তিনি।
২০১৭ সালে স্প্যানিশ দ্বীপ ইবজিয়ায় ধারণ করা ভিডিওটি গত শুক্রবার দেশটির সংবাদমাধ্যমে প্রচার করা হয়। এদিকে, নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে স্ট্র্যাচে জানান, সরকারের ক্ষতি এড়ানোর জন্যই বিদায় নিচ্ছেন তিনি।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.