সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    যমজ কন্যার মা হলেন মণিপুরের লৌহমানবী

    যমজ কন্যার মা হলেন মণিপুরের লৌহমানবী

    মা হলেন মণিপুরের সেই ‘লৌহমানবী’ ইরম চানু শর্মিলা। রোববার বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিলেন শর্মিলা।খবর অনুযায়ী, সন্তান ও মা দু’জনেই সুস্থ রয়েছেন। দ্য হিন্দু। মণিপুর। যে মণিপুরের ছবিটি ধূসর, রক্তাক্ত, অত্যাচারের রেখায় জর্জড়িত।কেউ সয়ে যাচ্ছিলেন নিশ্চুপভাবে, কেউ আবার টিকে থাকার জন্য রাজনীতির লড়াইয়ে হ্যাঁ’তে হ্যাঁ মিলিয়েছিলেন, কিন্তু একজন গর্জে উঠেছিলেন।

    চুপ থাকতে পারেননি। কোনো হিসাব-নিকাশ না করেই ঝাঁপ দিয়েছিলেন আন্দোলনে। তারপর, ১৬ বছরের অনশন! নিশ্চুপ আন্দোলন।সেই গর্জে ওঠা কণ্ঠেরই নাম ইরম চানু শর্মিলা। সালটা ২০০০। মণিপুরের জঙ্গিকবলিত এলাকায় সেনাদের টহলদারি। তবে তা শুধুই টহলদারি নয়।আইনের দায়িত্ব কাঁধে নিয়ে সেনারা নির্মম অত্যাচারও চালাত। আর এই অত্যাচারের ফলে ইম্ফলের কাছে মালোম এলাকায় আসাম রাইফেলসে সেনার গুলিতে শিশুসহ মারা যায় প্রায় ১০ জন।

    এরই প্রতিবাদে সেসময় মুখর হয়ে ওঠে গোটা মণিপুর। গর্জে ওঠে শর্মিলার কণ্ঠও। ওই ঘটনার পর আফস্পা আইনের প্রতিবাদে আমরণ অনশনের ডাক দিয়েছিলেন শর্মিলা।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !