Monday, March 3.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

বলিউডে পা রাখছেন রাসেল!

085935_bangladesh_pratidin_bdp4PP

চলতি আইপিএলে দর্শকদের সব থেকে বেশি মনোরঞ্জন উপহার দিয়েছেন আন্দ্রে রাসেল। যদিও তাঁর এত লড়াই শেষ পর্যন্ত দলকে শিরোপার দৌড়ে টিকিয়ে রাখতে পারেনি। কলকাতা প্লে-অফে কোয়ালিফাই করতে পারেনি। টুর্নামেন্ট শুরুর পর থেকে একের পর এক ঝোড়ো ইনিংস খেলেছেন রাসেল। কখনও কখনও অসম্ভব পরিস্থিতি থেকেও ম্য়াচ বরে করে এনেছেন। কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে তরি ডুবল তাঁর দলের। মুম্বাইয়ের কাছে হেরে ছিটকে যায় কলকাতা।

যদিও রাসেল নিজেকে অন্যভাবে মেলে ধরছেন এবার। আইপিএল পর্ব কাটিয়ে এবার গানের জগতে প্রবেশ করতে চলেছেন তিনি। বলিউডে ডেবিউ হতে চলেছে ক্যারিবিয়ান সুপারস্টারের।নিজস্ব ব্যান্ড রয়েছে রাসেলের। গান-বাজনার প্রতি তাঁর টান রয়েছে অনেক আগে থেকেই। সেই টান থেকেই এবার বলিউডে পা রাখছেন রাসেল। এত বড় খবরটা রাসেল নিজেই দিয়েছেন। বলিউডের তরুণ সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন রাসেল। 

ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, একক গান দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন। হিন্দি গান গেয়েছেন রাসেল। গানটি শীঘ্রই মুক্তি পাবে। ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন তাঁকে।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1