মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে চুক্তি তুরস্কের
তুরস্কে আগামী জুলাই মাস থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা সরবরাহ করা শুরু হবে। মার্কিন হুঁশিয়ারিকে উপেক্ষা করেই রাশিয়ার এই অত্যাধুনিক মিসাইল সিস্টেম দেওয়া শুরু হবে। এমনটাই রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে।রাশিয়ার সরকারি অস্ত্র রফতানিকারক সংস্থা ‘রোসোবোরোনএক্সপোর্তের’ প্রধান আলেকজান্দার মিখাইয়েভ এমনটাই জানিয়েছেন। রাশিয়ার এক সংবাদমাধ্যমে সাক্ষাতকারে তিনি আরও বলেন, এরই মধ্যে এস-৪০০ সরবরাহ করা নিয়ে সব বিষয়ে আলোচনা হয়েছে।
এদিকে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ নিলে আঙ্কারাকে এফ-৩৫ স্টেলথ যুদ্ধ বিমান এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপ যোগ্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ সংক্রান্ত সব তৎপরতা বন্ধ করে দেওয়া হবে বলে একাধিকবার হুঁশিয়ার করছে আমেরিকা।কিন্তু এখনও পর্যন্ত মার্কিন হুঁশিয়ারিকে পরোয়া করেনি তুর্কি সরকার। শুধু তাই নয়, এস-৪০০ কেনার প্রক্রিয়া থেকে পিছু হটেও আসেনি সে দেশের সরকার। তুরস্ক-আঙ্কারা টানাপড়েন যখন তুঙ্গে তখন এস-৪০০ সরবরাহ শুরুর সময় ঘোষণা করল রাশিয়া। ফলে এই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকরা।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.