ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটিএ। ১৯৮৮ সাল থেকে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি। বাংলাদেশের সড়ক পরিবহন খাত ও সড়ক নিরাপত্তা মধ্যে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে বিআরটিএ।মোটরযান কার্যক্রম নিয়ন্ত্রণ, পারমিট প্রদান, ভাড়া নির্ধারণ, গাড়ি ও চালকের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেটসহ গুরুত্বপূর্ণ বিষয় তদারকি ও সংশ্লিষ্ট সেবা প্রদান করে থাকে এই সংস্থা।
তবে গুরুত্বপূর্ণ এ সংস্থাটির কার্যক্রমে নানা অনিয়ম,হয়রানি আর দীর্ঘসূত্রতার কারণে বিরক্ত ছিল সেবা নিতে আসা সাধারণ মানুষ।তবে বিভিন্ন পদক্ষেপের কারণে বর্তমানে পরিবর্তন আসতে শুরু করেছে বিআরটিএর কার্যক্রমে। এর মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপটি হচ্ছে এখন সকল রকম জটিলতামুক্ত পদ্ধতিতে,ঘরে বসে গ্রাহক তার ড্রাইভিং লাইন্সেন্সসহ অন্যান্য সেবা নিতে পারবেন।
সেবাটি পেতে গ্রাহককে গ্রাহককে লগ-ইন করতে হবে bsp.brta.gov.bd এই লিঙ্কে। সেবাটির সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছাতে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে বিআরটিএ কর্তৃপক্ষ।গৃহীত বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে দ্রুত জনগণের আস্থা ফিরতে পারবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের গুরুত্বপূর্ণ এ সংস্থাটি দ্রুত ডিজিটালাইজেশনের মাধ্যমে সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সকলের।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.