সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    মিন্নির রিমান্ড আদেশে সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন: মাহবুব হোসেন

    bargue-case1

    মিন্নির রিমান্ড আদেশে বিচারক সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করেছেন বলে দাবি করেছেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এদিকে, বরগুনার রিফাত হত্যা মামলার তদন্ত ভার পিবিআইতে হস্তান্তরের দাবি জানিয়েছেন মিন্নির বাবা। মামলা ভিন্নখাতে নিতে মিন্নিকে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বুধবার (২৪ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন। 

    আলোচিত রিফাত শরিফ হত্যা মামলার প্রধান সাক্ষী স্ত্রী মিন্নিকে গ্রেফতারের পর নাটকীয় মোড় নেয় এ মামলার তদন্ত কার্যক্রম। পুলিশি রিমান্ডে থাকা অবস্থায় আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও সে।

    বুধবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার বাবা অভিযোগ করেন, মেয়েকে ফাঁসাতেই মামলা ভিন্নখাতে নেয়া হচ্ছে। সুষ্ঠু তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়ারও দাবি জানান তিনি।

    এদিকে, একজন নারী আসামিকে রিমান্ডে দেয়ার ক্ষেত্রে বিচারক সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করেছেন বলে দাবি করেছেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

    তিনি বলেন, যাকে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি নেয়া হয়, তাকে অবশ্যই বিচারিক আদালতে উপস্থিত করতে হবে। যার ফলে সে বলতে পারে রিমান্ডে থাকাকালীন অবস্থায় তাকে নির্যাতন করা হয়েছে কিনা। নির্যাতন যদি করা হয়ে থাকে, ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশনা।বুধবার কারাগারে মিন্নির সঙ্গে দেখা করেছেন তার আইনজীবীরা।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !