Thursday, July 17.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

১২টি কাজ অাপনার সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিবে।

AR_BabyCenter-9_wide


১. যখন কথা বলবে সত্য বলবে, অযথা কোন কথা বলবে না, নতুবা চুপ থাকবে। কিন্তু কখনো মিথ্যা বলবে না। - বুখারী, মসলিম

২. মানুষের সাথে হাসিমুখে কথা বলবে। কেননা হাসিমুখে কথা বলাও একটি সাদাকাহ। - জামে তিরমিযি ২০০৫

৩. অাত্মীয় স্বজনদের সাথে এবং প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। - অাবু দাউদ ১৬৯৬

৪. মানুষকে সাহায্য করবে। যেমন কাউকে পথ দেখিয়ে দেয়া, যানবাহনে চড়তে সাহায্য করা।- ইবনে খুজাইমাহ ১৪৯৩

৫. কখনো অহংকার করাে না, কাউকে ছোট করে দেখ না এবং নিজের প্রশংসা করো না। - সূরা লোকমান, 
তিরমিযি

৬. কারাে হক নষ্ট করবে না। অাত্মীয় এবং এতিমদেরকে তাদের অধিকার প্রদান করবে।  - বুখারী ৩৭১১/৩৭১২, ইবনে মাজাহ ৩৬৭৮

৭.মানুষের সাথে দেখা হলে সালাম দিবে অথবা তাদের সালামের উত্তর দিবে। - তিরমিযি ২৯৭

৮. কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবে। কেউ মারা গেলে তার জানাজায় শরীক হবে।  - বুখারী ১৭, ১৩১০

৯. সব সময় অাল্লাহকে ভয় কর। কেননা অাল্লাহর প্রতি ভয় অাপনাকে অনেক পাপ কাজ থকে বিরত রাখবে। - সূরা হাজ্জ

১০. নিজের পরিবারের যত্ন নিন। কেননা অাপনার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই-বোন ও অাত্মীয়দের দেখাশোনাও একটি সাদাকাহ। -মুসলিম ৯৯৪

১১. কারো প্রতি হিংসা করবে না। কারো প্রতি শত্রুতা রাখবে না। -রিয়াদুস সালেহীন ৫৭

১২. কারো সম্পদের প্রতি কোন প্রকার লোভ লালসা করবে না। - মুন্তাকারে মিযানুল হিক্বমাহ পৃঃ ১৪৪, হাঃ১৫০৫

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1