৫০ বছরের রেকর্ড ভেঙে ব্রহ্মপুত্রে বিপৎসীমার ওপরে পানি
৪৮ ঘণ্টায় দেশের মধ্যাঞ্চলের নদীগুলোর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা জানিয়েছে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র। শীতলক্ষ্যা ও বালু নদীর পানি বাড়তে থাকায় রাজধানীর আশপাশের নিচু এলাকা প্লাবিত হবার শঙ্কা রয়েছে বলেও জানানো হয়। এছাড়া গত ৫০ বছরের রেকর্ড ভেঙে ব্রহ্মপুত্র নদের পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ১৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সরদার রায়হান বলেন, মধ্যাঞ্চলে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে। এর প্রভাবে মানিকগঞ্জ, রাজবাড়ি ও মুন্সীগঞ্জ বন্যা পরিস্থিতি অবনতি ঘটতে পারে। ১৪ টি নদীর পানি ২২ পয়েন্ট বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ৫০ বছরের রেকর্ড ভেঙে ব্রহ্মপুত্র নদের পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ১৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.