নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, বেতন ১৮,০০০ টাকা

আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড তাদের প্রতিষ্ঠানের জন্য অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এ.এম.ও)
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিক্রয় বিভাগে প্রার্থীর ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর ন্যূনতম উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থাকতে হবে। অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশর যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।
বেতন
পদটির জন্য ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় সব কাগজপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে। পাশাপাশি প্রার্থীরা বিডিজবসের মাধ্যমেও আবেদন করতে পারবেন। এ ছাড়া বিডিজবস অনলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে।
ঠিকানা : হিউম্যান রিসোর্স ডিভিশন, আবুল খায়ের অ্যান্ড কোম্পানি, ডিটি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে ২৫ জুলাই, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বিডিজবস
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.