বিয়ের লেহেঙ্গা অর্ডার দিলেন আলিয়া!
আগে শোনা গিয়েছিলো তারা বাগদান সম্পন্ন করেই ফেলেছেন। এবার শোনা যাচ্ছে আগামী গ্রীষ্মেই সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন রণবীর-আলিয়া। বলা হচ্ছে, বিয়ের জন্য বিশেষ ধরনের লেহেঙ্গাও অর্ডার দিয়ে দিয়েছেন আলিয়া ভাট।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার মঙ্গলবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, বিয়ের সময় দীপিকা-প্রিয়াংকা-আনুশকাকে সাজসজ্জার কারিগর সব্যসাচী মুখার্জী আলিয়াকেও সাজাবেন।
এর আগেও সব্যসাচীর ডিজাইন করা পোশাকে সেজেছেন আলিয়া। এর আগে বিশেষ অনুষ্ঠান, পার্টি, ছবির শুভ মুক্তিসহ বিভিন্ন জায়গায় আলিয়াকে দেখা গেছে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গা বা ফিউশন পোশাকে।
বলিউড সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ডেট করছেন আলিয়া আর রণবীর। তবে কেউই প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেননি। তবে জানিয়েছেন, তারা পরস্পরের কাছে ‘স্পেশাল’।
দীপিকা-ক্যাটরিনার সঙ্গে দীর্ঘ প্রণয় ভেঙে যাওয়ার পরে আলিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর। তাদের বিয়ে আটকে আছে রণবীরের বাবা ঋষি কাপুরের চিকিৎসার জন্য। ক্যানসারের চিকিৎসার জন্য প্রবীণ অভিনেতা ঋষি এখন বিদেশে। তিনি সুস্থ হয়ে ফিরলে আগামী এপ্রিলে রণবীরের বিয়ের সম্পন্ন হবে, বলিউডে গুঞ্জন এমনই।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.