Thursday, July 17.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

আইনস্টাইনের ধাঁধা

 আইনস্টাইন ১৯ শতকের প্রথম দিকে এই ধাঁধাঁ লিখেছিলেন।তিনি বলেছিলেন পৃথিবীর ৯৮ শতাংশ লোক এর সমাধান করতে পারবে না।
ধাঁধাঃ ৫ টি ভিন্ন রঙের বাড়িতে ৫ জন ভিন্ন জাতীয়তার ব্যক্তি থাকে।৫ জন ব্যক্তি ৫ ধরনের সিগারেট খায়,৫ ধরনের পানীয় পান করে ও তাদের ৫ টি ভিন্ন পোষা প্রাণী আছে। প্রত্যেকের সিগারেটের ব্র্যান্ড,পানীয় ও পোষা প্রাণী আলাদা।
প্রশ্ন হলঃ কার বাড়িতে মাছ আছে?


Albert_Einstein_1947.0.0
ইঙ্গিতঃ - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
১| ব্রিটিশ লোকটি লাল বাড়িতে থাকে
২| সুইডিশ লোকটির পোষা প্রাণী হল একটি কুকুর
৩| ডেনিশ লোকটি চা পান করে
৪| সবুজ রঙের বাড়ি সাদা রঙের বাড়ির বামে অবস্থিত
৫| সবুজ রঙের বাড়ির মালিক কফি পান করে
৬| যে ব্যক্তি পলমল ব্র্যান্ডের সিগারেট খায় সে পাখি পালন করে
৭| হলুদ রঙের বাড়ির মালিকের সিগারেটের ব্র্যান্ড ডানহিল
৮| মধ্যের বাড়িতে থাকা ব্যক্তি দুধ পান করে
৯| নরওয়েজিয়ান লোকটি প্রথম বাড়িতে থাকে
১০| যে ব্যক্তি ব্লেন্ড ব্র্যান্ডের সিগারেট খায় তার ঠিক আগের বাড়িতে পোষা প্রাণী একটি বিড়াল
১১| ডানহিল ব্র্যান্ডের সিগারেট যে খায় তার পরের বাড়িতে ঘোড়ার মালিক থাকে
১২| যে বিয়ার পান করে তার সিগারেটের ব্র্যান্ড ব্লুমাস্টার
১৩| জার্মান লোকটি প্রিন্স ব্র্যান্ডের সিগারেট খায়
১৪| নীল বাড়ির পরের বাড়িতে নরওয়েজিয়ান বাস করে
১৫| যে ব্লেন্ড ব্র্যান্ডের সিগারেট খায় তার প্রতিবেশী পানি পান করে

সমাধান পেতে এখানে Click করুন। 

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1