Saturday, April 19.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

ভারতে ঢুকে দালাইলামার জন্মদিন পণ্ড করলো চীনা সেনারা

.com/blogger_img_proxy/

  
  
আপডেট 
১৭-০৭-২০১৯, ২৩:২৬

ভারতে ঢুকে দালাইলামার জন্মদিন পণ্ড করলো চীনা সেনারা

.com/blogger_img_proxy/

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের নির্বাসিত নেতা দালাইলামার জন্মদিনের আয়োজন চলছিল সীমান্তবর্তী ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখের একটি গ্রামে। সেই আয়োজনের প্রতিবাদে জানাতে সীমানা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের ৬ কিলোমিটার ভেতরে ঢুকে আয়োজকদের শাসিয়ে গেছে চীনা সামরিক বাহিনীর একটি দল।

গত ৬ জুলাই লাদাখের পূর্বাঞ্চলের দেমচক সেনা-শিবিরের কাছে কোয়াল গ্রামে এ ঘটনা ঘটে।দু’টি গাড়িতে আসা চীনের ওই ১১ সৈন্য লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) ডিঙিয়ে ভেতরে ঢুকে প্রায় ৪০ মিনিট অবস্থান করে।এই ঘটনায় নয়াদিল্লিতে লিখিত অভিযোগ পাঠিয়েছেন সীমান্তবর্তী লাদাখের বাসিন্দারা।

ঘটনাটির ব্যাপারে চীনের সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। তবে দোকলাম মালভূমির কাছের চীনের সড়ক নির্মাণ প্রকল্পকে ঘিরে তাদের সঙ্গে ভারতের তীব্র উত্তেজনা ছড়ানোর দু’বছরের মাথায় এই ঘটনায় ফের উত্তপ্ত দু’দেশের সীমান্ত।এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ চীন ও ভারতের মধ্যে অর্থনৈতিক ও সামরিক প্রতিযোগিতা সবসময়ই স্পষ্ট। চীনের দখলদারির প্রতিবাদে তিব্বতিয়ানরা বছরের পর বছর ধরে যে আন্দোলন করে আসছে, তাতে প্রতিবেশী ভারতের ইন্ধন রয়েছে বলে সন্দেহ করে বেইজিং। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামাকে ভারত আশ্রয় দেওয়ায় এ সন্দেহ তাদের আরও বেশি বলে মনে করা হয়।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1