নেই দূষণের ভয়, তাক লাগিয়ে হু হু করে ছুটছে এই কাঠের বাইক!
ম্যানিলা: বাইকপ্রেমীরা পুরনো বাইক চেঞ্জ করে নতুন বাইক কেনার পরিকল্পনায়? নাকি জীবনের প্রথম বাইক কিনতে চলেছেন? তাহলে একবার চোখ রাখতেই পারেন এই বাইকে৷ এ বাইক যে সে বাইক নয়৷ দেখতেও যেমন ইউনিক তেমনই এর বিশেষত্বও অবাক করে দেবে ছোট থেকে বড় সকলকে৷
এমনকি বাইক প্রীতি যদি নাও থাকে তাহলেও আপনাকে রীতিমতো দাঁড়িয়ে থেকে দেখতে হবে এই যানকে? ছবি দেখেই নিশ্চয় তা আন্দাজ করতে পারছেন৷ চলুন এবার এই বাইকের খুঁটিনাটি একটু জেনে নেওয়া যাক৷
রিচার্ড হ নামে এক ব্যক্তি এই বাইকগুলির ছবি তুলেছেন৷ ফিলিপিন্সে কাজের সূত্রে তিনি এবং তাঁর স্ত্রী গিয়েছিলেন সেখানেই তিনি এই নয়া বাইকের দেখা পান৷ একেবারে কাস্টমাইজড বাইক৷ পছন্দের সিংহ, ঘোড়া বা ড্রাগন যা প্রাণে চায় সেই রূপ দিয়ে দিন আপনার কাঠের বাইককে৷
ফিলিপিন্সের আদিবাসীদের তৈরি এই বাইকে রয়েছে কাঠের প্যাডেল৷ পাহাড়ি এলাকায় তারা সানন্দে চালায় এই বাইক৷ নেই মাথায় হেলমেট, নেই কোনও কিছু৷ অনেক সময় তারা ট্রাডিশনাল কস্টিউমেও উঠে পড়ে তাদের প্রিয় কাঠের বাইকে৷
তাদের বিশ্বাস, গাছ, পাহাড় এমনই প্রাকৃতিক বিষয়ে মধ্যে ভগবানের বসবাস৷ তাই তারা এসব কিছুকে মানে এবং শ্রদ্ধাও করে৷ জীবনযাত্রা কষ্টের হলেও তারা খুশি অল্পেতে৷ তাদেরই তৈরি এই কাঠের বাইকের ছবি এখন জায়গা করে নিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমেও৷
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.