‘অক্টোবরে পাকিস্তান ও ভারতের যুদ্ধ’!
পাকিস্তানের রেলপথমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন, আগামী অক্টোবর বা নভেম্বর মাসেই পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। বুধবার (২৮ আগস্ট) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ রশিদ আহমেদ বলেন, এই যুদ্ধ হবে ভারত অধিকৃত কাশ্মীরের জনগণের স্বাধীনতার জন্য ভারতের সঙ্গে শেষ ও চূড়ান্ত লড়াই। তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) এখন সমস্যাটি সমাধান করতে চাইলে কাশ্মীরে গণভোটের আয়োজন করতে হবে।
পাকিস্তানের রেলপথমন্ত্রী বলেন, আমরা অবশ্যই অধিকৃত উপত্যকাটির মানুষের পাশে দাঁড়াব এবং আগামী ১০ মহররমের (আরবি মাস) পর আরেকবার কাশ্মীরে যাব।তিনি বলেন, বর্বর ও ফ্যাসিস্ট নরেন্দ্র মোদির (ভারতের প্রধানমন্ত্রী) জন্য কাশ্মীর ধ্বংসের দ্বারপ্রান্তে। তার সামনে একমাত্র বাধা পাকিস্তান। মুসলিম বিশ্বের বাকি দেশ কাশ্মীর ইস্যুতে নীরব কেন?
মন্ত্রী রশিদ বলেন, আগামী ২৭ সেপ্টেম্বরে জাতিসংঘে ইমরান খান (পাকিস্তানের প্রধানমন্ত্রী) যে ভাষণ দেবেন, তা খুবই গুরুত্বপূর্ণ। চীনের মতো বন্ধু পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান।তিনি বলেন, জিন্নাহ (পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহ) অনেক বছর আগেই ভারতের মুসলিম বিদ্বেষী মনোভাব বুঝতে পেরেছিলেন। যারা এখনও মনে করছেন ভারতের সঙ্গে আলোচনা সম্ভব, তারা বোকা বলেও উল্লেখ করেন পাকিস্তানের রেলপথমন্ত্রী শেখ রশিদ আহমেদ।
সূত্র- পাকিস্তান টুডে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.