ভাসমান দ্বিতল ঈদগাহে নামাজ পড়বেন তিন হাজার মুসল্লি!
ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়পাঙ্গাসীতে ভসমান ঈদগাহ নির্মাণ করা হয়েছে। চলনবিল বেষ্টিত ভাসমান ঈদগাহে এবার তিন গ্রামের প্রায় তিন হাজার মানুষ ঈদের নামাজ আদায় করবেন।
চলনবিল বেষ্টিত এলাকায় গত জুন মাসে এই ঈদগাহর নির্মাণ কাজ সম্পন্ন হয়ে। তবে এর আগে গত বছরও উৎসাহী ও কৌতূহলী মানুষ ভাসমান ঈদগাহে নামাজ আদায় করে।
নান্দনিক এই দ্বিতল ঈদগাহটি চারদিকে বিস্তৃত পানির ওপরে নির্মাণ করা হয়েছে। এবার দ্বিতল ইদগাহ নির্মাণ করায় তা মানুষের কাছে গত বছরের তুলনায় চমক সৃষ্টি করেছে। ঈদগাহ মাঠটি আলোকসজ্জিত ভাবে সাজানো হচ্ছে।
সোমবার (১২ আগস্ট) এই ঈদগাহে নরসিংহপাড়া, শুকলহাট ও শুকলাই গ্রামের প্রায় তিন হাজার মানুষ ঈদের নামাজ আদায় করবেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.