সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ইমরানকে আগে পাক অধিকৃত কাশ্মীর বাঁচানোর পরামর্শ বেনজিরপুত্রের!

    05

    সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ নিয়ে ভারত-পাক কূটনীতির পারদ এখন বেশ চড়া। ইসলামাবাদের ঘরোয়া রাজনীতিতেও লেগেছে আঁচ। কাশ্মীর ইস্যুতে ইমরানের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র চেয়ারম্যান বিলাওল ভুট্টো জারদারি। 

    সোমবার (২৬ আগস্ট) রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে বাবা আসিফ আলি জারদারির সঙ্গে দেখা করতে যান বিলাওল ভুট্টো জারদারি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উচিত শ্রীনগরের কথা ভুলে গিয়ে আগে মুজফফরাবাদে মনঃসংযোগ করা।

    ইমরান সরকারের কাশ্মীর নীতি নিয়ে এদিন সমালোচনায় মুখর হয়ে ওঠেন তিনি। বলেন, কাশ্মীর নিয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে পাক সরকার। মোদী যখন কাশ্মীর দখল করতে ব্যস্ত তখন সরকার ঘুমোচ্ছিল। তখন ইমরানের সরকার দেশের অর্থনীতি ধ্বংস করা ও বিরোধীদের কোণঠাসা করতে ব্যস্ত ছিল।

    পাকিস্তানের চিরাচরিত কাশ্মীর নীতি থেকে ইমরান সরকার সরে এসেছে বলেও অভিযোগ করেছেন পিপিপি-র চেয়ারম্যান। বিলাবল বলেন, প্রথমে পাকিস্তানের নীতি ছিল কী করে শ্রীনগর হাতে পাওয়া যায়। কিন্তু, এখন ইমরানের সরকারের অদক্ষতা ও লোভের জন্য বর্তমান পাক বিদেশনীতি হচ্ছে, কী ভাবে মুজফফরাবাদ বাঁচানো যায়।

    কাশ্মীর নিয়ে পাকিস্তানের শোরগোলের মধ্যেও কয়েক দিন আগে নরেন্দ্র মোদীর হাতে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান তুলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানের পার্শ্ববর্তী দেশের এমন পদক্ষেপ নিয়েও ইমরান সরকারের সমালোচনা করেছেন বিলাওল। তার অভিযোগ, এটা পাক বিদেশনীতির ব্যর্থতা।

    কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপের পাল্টা হিসাবে শুরু থেকেই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলকে টেনে এনেছেন ইমরান। কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তাতে প্রাথমিক ভাবে কিছুটা আশার আলো দেখেছিল ইসলামাবাদ। কিন্তু, তা নিভে গিয়েছে কয়েক দিন আগে জি সেভেন বৈঠকে। সেখানে ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দেন, কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করার তাঁর কোনো ইচ্ছেই নেই। বরং, ইমরান খানের পরমাণু যুদ্ধের নিয়ে হুমকি নিয়ে আশঙ্কা প্রকাশ করে জি সেভেন গোষ্ঠীভুক্ত দেশগুলি।

    গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের ঘোষণা দেয় নয়াদিল্লি। এরপরই কাশ্মীর ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাকিস্তান সম্পর্ক।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !