সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    মুলতানি মাটি কি? ব্যবহারে নিয়ম দেখে নিন

    Image result for মুলতানি মাটি কি? ব্যবহারে নিয়ম দেখে নিন

    মুলতানি হচ্ছে পাকিস্থানের একটি প্রদেশ। ্ ঐ প্রদেশের বিশেষ এক ধরনের মাটি রূপচর্চার ক্ষেত্রে বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। এটাকেই মুলতানি মাটি বলা হয়। 

    কোথায় পাওয়া যায়ঃ
    মুলতানি মাটি বেশ জনপ্রিয় প্রসাধনী। তাই যেকোন মনোহারি বা প্রসাধনীর দোকানে চাইলেই পেয়ে যাবেন। 
    মুলতানি মাটির দাম কতঃ
    মাটির ধরণ অনুসারে ৩০-৪০টাকার মধ্যেই পাওয়া যায়। 


    ব্যবহারঃ
    মুলতানি মাটি ত্বকের জন্য অনেক উপকারি।এটি অয়েলি ত্বকের অতিরিক্ত তেল বের করে দেয়, ব্ল্যাক হেডস থেকে দূরে রাখে। ত্বক কে আরোও অনেক মসৃণ দেখায়। নিয়মিত এর ফেসপ্যাক ব্যবহার কলে ত্বক গ্লোয়িং করে। যাদের ত্বকে চুলকানির প্রবণতা দেখা যায় তারা এটা ব্যবহার করতে পারেন। 

    তৈলাক্ত ত্বকের ফেসপ্যাকঃ তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি খুব ভাল কাজ করে, একটি ডিমের সাদা অংশ আলাদা করে ফাটিয়ে নিন। এই অংশের সাথে ৪ চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই  মিশ্রণ ১৫মিনিট ত্বকে রেখে পরে ধুয়ে ফেলুন। 

    রোদে পোড়া ত্বকের ফেসপ্যাকঃ রোদে ত্বক পুড়ে গেলে অনুজ্জল ও ছোপ ছোপ দাগে ভরে যায়। মুলতানি মাটি ও শশার রসের মিশ্রণ ্এএএ্ইইই সমস্যা থেকে মুক্তি দিতে পারে।এই মিশ্রণ ত্বকে দিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। উপকার পাবেন। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !