আরাফার দিনের সিয়াম (রোজা) পালনের ফজিলত !
★ আগামী শনিবার (১০/৮/১৯ ইং তারিখ) বাংলাদেশে 'আরাফার দিন'!
মনে রাখবেন- আরাফার দিনটি বছরের সবচেয়ে মূল্যবান দিন।
আরাফার দিনের ফযিলত:
-------------------------------------
নবী সা: ইরশাদ করেন, "ইয়াওমু আরাফাত তথা আরাফাতের দিনের সিয়াম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তিনি এর জন্য আগের ও পরের এক বছরের গুনাহ মাফ করে দেবেন’
(সহিহ মুসলিম)।
"আরাফাতের দিনের চেয়ে আর কোনো দিন এমন নেই যেদিন আল্লাহ বান্দাদেরকে জাহান্নাম থেকে সর্বাধিক সংখ্যায় মুক্তি দেন; তিনি সেদিন নিকটবর্তী হন অতঃপর তিনি তাঁর ফেরেশতাদের সাথে গর্বব প্রকাশ করেন এবং বলেন, তারা কী চায়?"
(সহিহ মুসলিম)
নবী সা: ইরশাদ করেছেনঃ "সর্বত্তোম দোয়া হলো আরাফাতের দিনের দোয়া। আমি এবং আমার পূর্ববর্তী নবীরা যে দোয়া করেছি তার মধ্যে সর্বোত্তমটি হলো- লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয় হুয়া ‘আলা কুল্লি শাইয়িন কাদির’।
(সুনানে তিরমিজি)
আরাফার দিনে করণীয়ঃ
----------------------------------
।--> জামআতে ৫ ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করুন।
।--> নিজে সিয়াম (রোজা) পালন করুন এবং পরিবারের সবাইকে সিয়াম পালনে উৎসাহিত করুন।
।--> বেশি বেশি তাওবাহ (ক্ষমা প্রার্থনা) করুন। ['আস্তাগফিরুল্লাহ' পড়ুন]
।--> বেশি বেশি যিকর করুন। [আল্লাহু আকবার- আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার- আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ্]
।--> বেশি বেশি কোরআন তিলাওয়াত করুন। [অর্থ বুঝে পড়ুন]
।--> বেশি বেশি দান-সাদকা করুন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.