Sunday, June 29.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

ভারতের সবচেয়ে মোক্ষম অস্ত্র সুখোই-৩০ বিধ্বস্ত!

4l-Su-35

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে ভারতীয় বিমান বাহিনীর একটি যু দ্ধবিমান বিধ্ব স্ত হয়েছে। ভারতের আসাম প্রদেশের তেজপুর এলাকায় উড্ডয়নের পরপরই বিধ্ব স্ত হয় এই প্রশিক্ষণ বিমানটি। তবে এ ঘটনায় কেউ নিহত হননি বলে নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, তেজুপরে উড্ডয়নের পরপরই প্রশিক্ষণ বিমান সুখোই-৩০ বিধ্ব স্ত হয়েছে। তবে বিমানের দুই পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে কী কারণে এই বিমান বিধ্ব স্তের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এর আগেও কোনো আঘাত ছাড়াই ভারতীয় কয়েকটি যুদ্ধবিমান বিধ্ব স্তের ঘটনা ঘটেছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, আসামের তেজপুরে বিমানটি বিধ্ব স্ত হয়। এতে থাকা দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

গত মার্চ মাসে একটি মিগ ২৭ যুদ্ধবিমান রুটিন মহড়া দেয়ার সময় বি ধ্বস্ত হয়। গত ফেব্রুয়ারিতেও মধ্য কাশ্মীরের বুদগামে একটি যু দ্ধবিমান বিধ্ব স্ত হয়। তখন দুই পাইলট নিহত হয়।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1