সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    আচ্ছা পতিতা কাদের বলে? বেশ্যা কাদের বলে?

    Image result for বেশ্যা

    পতিতা একটু ভদ্র সমাজের ভাষা। বেশ্যা নিম্র শ্রেনীর ভাষা।
    আমার মতে! !!
    পতিতা আর বেশ্যা দুই ধরনের হয়। পতিতা যারা অনইচ্ছায় দেহ বিক্রি করে। বেশ্যা হলো তারা যারা বাবার টাকা খরচ করে, বয়ফ্রেন্ডের সাথে দৈহিক মিলন বা ১০-১৫ মিনিট যে কামবাসনা পুরন করে।
    -
    আমার মতে পতিতালয়ের পতিতাদের জিবনে একটা করে গল্প থাকে। পতিতা কেউ আপনা-আপনি হয় না। পতিতার জিবনেও একটা গল্প থাকে! সেই গল্পের জন্যা একটা মেয়ে পতিতা হয়।
    -
    বেশ্যাদের জিবনে কোন গল্প থাকে না। তারা দৈহিক চাহিদা মেটানোর জন্য বেশ্যাগীরি করে। তবে তাদের বেশ্যা বলা হয় না। তাদের বলা হয়, ডিজিটালিস। তাদের বলা হয়, ফ্যাশানি গার্ল। কিন্তু পতিতালয়ে যারা থাকে তাদের বলা হয়! বেশ্যা, পতিতা।
    -
    আমি মনে করি পতিতা তৈরির জন্য সমাজের কিছু ভদ্র মানুষ দায়ী।
    একটা মেয়ে কখন পতিতা হয়?
    কার জন্য পতিতা হয়? পতিতাদের কি এই ভদ্র সুশিল সমাজে একটুও জায়গা নেই?
    তারা কি মানুষ না?
    তারা কি ভাত, মাছ খায় না? তারা কি, এ দেশের নাগরিক না? তারা কি এই সুন্দর সুফলা দেশের, সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না?
    আচ্ছা পতিতালয়ে কি শুধু পতিতা রাই থাকে? -
    পতিতা শব্দ টা শুনলেই আমরা ঘৃণা করি। আমরা মনে করি সমজের সবচেয়ে নিম্র শ্রেনীর মেয়েরা সেখানে থাকে।
    -
    কিন্তু রাত হলেই পতিতালয়ে দেখা যায়! সমাজের মুখুস ধারি মানুষদের।
    দিনে তারা পতিতাদের ঘৃণা করে। আর রাতে পতিতাদের গুণ গায়। আমার জানা মতে কিছু,! নামি দামি ব্যাক্তি আছে যারা সমাজের! ভাল মন্দের হিসাব নিকাস করে।
    যারা বলে বেড়ায়! দূষন মুক্ত সমাজ গড়বো। কিন্তু রাত হলেই দেখা যায়! তাদের পতিতালয়ে। সমাজের বড় বড় লোকদেরও দেখা যায়! পতিতালয়ে। হা হা দিনের আলোতে বড় বড় কথা বলে বেড়ায়। রাতের আধারে পতিতালয়ে কাম বাসনা মেটাতে যায়।
    -
    দিনের আলোতে যাদের পতিতা বলে বেড়ায়! রাতের আধারে সেই পতিতাদের কামবাসনার সাথি হয়। পতিতাদের তো কোন কামবাসনা থাকে না! তাদের থাকে টাকা কামানোর লক্ষ্য। -
    পতিতা দের কোনো লক্ষ্য থাকে না! থাকে দিন রাত, পিশাচের কাম বাসনা মেটানোর লক্ষ্য। পতিতাদের থাকে ভদ্র সমাজের ভদ্র মানুষের কামবাসনা মেটানোর লক্ষ্য।
    -
    আমরা সবাই মিলে কি পারি না! পতিতাদের পতিতালয় থেকে মুক্তি দিতে।
    আমরা কি পারিনা তাদের ছোট্ট খাট্ট একটা উপার্জনের পথ করে দিতে। আমরা কি পারি না! তাদের কারো ঘরের ঘরনি করে দিতে।
    আমরা কি পারি না! পতিতামুক্ত সমাজ গড়তে। আমরা কি পতিতাদের একবার নিজের বোনের সাথে তুলনা করতে পারি না।
    আমরা কি পারি না! বোনদের দেহ ব্যবসা থেকে ফিরিয়ে আনতে।
    আমরা কি পারি না! তাদের একটি সুন্দর জিবন দান করতে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !