পুলিশের পোশাকে ডাকাতি, ধরা খেলেন তরুণী
কলকাতায় নরেন্দ্রপুরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল বেশ কয়েক দিন আগে। সেই মামলায় শনিবার (২৪ আগস্ট) গ্রেফতার করা হয়েছে দীপা মজুমদার নামের এক তরুণীকে। পুলিশ বলছে, পুলিশের পোশাক পরে ডাকাতিতে অংশ নেয় ওই তরুণী।
শনিবার রাতে স্থানীয় নরেন্দ্রপুরের খুড়িগাছি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডাকাতির ঘটনায় তার এক প্রেমিকও যুক্ত। ওই প্রেমিককেও খুঁজছে পুলিশ।
ডাকাতি হওয়া বাড়ির মালিক অরূপ দত্ত জানিয়েছেন, গেল সপ্তাহে ছ’জনের একটি ডাকাতদল তার বাড়িতে হানা দেয়। এদের মধ্যে তিনজনের পরনে ছিল পুলিশের উর্দি। বাকি তিন জন ছিল সাধারণ পোশাকে।
ডাকাতরা বাড়ির মালিকের মাথায় বন্দুক ঠেকিয়ে ৭০ হাজার টাকা, সোনা ও রুপোর গয়না লুট করে। টের পেয়ে পাশের লোকজন চিৎকার শুরু করে। তখন ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ডাকাতরা পালিয়ে যায়।
তবে ডাকাতদলের সবাই পালাতে পারেনি। পিছু ধাওয়া করে একজনকে ধরে ফেলেন স্থানীয়েরা। তাকে জিজ্ঞাসাবাদ করে রেজাউল শেখ, মামুন শেখ, সবুজ শেখ ও দীপু শর্মা নামে চার ডাকাতকে গ্রেফতার করে।
পুলিশ জানতে পারে ওই ডাকাত দলের নেতৃত্বে দেয় দীপা। ফলে তাকে গ্রেফতার করা হয়।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.