ক্ষেপণাস্ত্রের নামে পশুর নাম s-400
ঈদুল আজহাতে ছোট-বড় পশু কেনার হিড়িক পড়েছে তুরস্কজুড়ে। সাইফি-ইব্রাহীম কেভান নামের দুই ভাই উত্তরাঞ্চলীয় তুরস্কের কোরাম প্রদেশে গবাদি পশু পালনের ব্যবসা করেন তারা। এবার দেড় হাজার কেজি ওজনের এই ষাড়টি বাজারে উঠিয়েছে তারা। ষাড়টির নাম শুনলে একটু অবাক হতেই হয় কেননা ক্ষপেনাস্ত্রে নামে কোরবানির পশুর নাম রাখা হয়েছে। তারা দুই ভাই গরুটির নাম রেখেছে এস ফোর হান্ড্রেড s 400।
বিশ্বের বিভিন্ন দেশের মতো তুরস্কে ঈদুল আজহা পালনের প্রস্তুতি চলছে। আগামী ১১ আগস্ট উৎসবটি শুরু হবে দেশটিতে। পশু কুরবানির মধ্য দিয়ে মুসলমানরা প্রতি বছর এ উৎসব পালন করেন।
ইব্রাহীম বলেন, প্রতিবছর ঈদ উৎসবের জন্য তারা গবাদিপশু পালন করেন। এবার তারা এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে ষাড়টির এই নাম দিয়েছেন। এস-৪০০ এর অদম্য শক্তির কারণেই ষাড়টিকে এমন নাম দেয়া হয়েছে।
মূলত মার্কিন চাপে মাথা নত না করে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছেন প্রেসিডেন্ট এরদোগান। সে খুবই সাহসী এবং কোনো কিছুকে ভয় করে না। যে কারণে তার নাম দিওয়া হয়েছে এস-৪০০।
ইব্রাহীম জানান এমন একটি ষাড় পালন করে আমার গর্ব হচ্ছে,’ । এস-৪০০ নামের ষাড়টি স্থানীয় বাজারে ১৭ হাজার তুর্কিশ লিরায় বিক্রি করে দেয়া হয়েছে।
এস-৪০০ ট্রাইমফ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তরে ২০১৭ সালের ডিসেম্বরে মস্কোর সঙ্গে আঙ্কারা একটি ঋণ চুক্তি সই করে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগনের ভাষায়, দেশের আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করতেই তার রাশিয়ার সঙ্গে এই চুক্তিতে যায়।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.