মহা বাণী!
তালা খুললেই বুঝা যাবে এটা কি ?
স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান।
-----হযরত আলী (রাঃ)
২. জান্নাত'কে ♥ বৃদ্ধাশ্রমে রেখে তুমি মক্কায় গিয়ে কি খোঁজ??
----- আশিক মাহমুদ
৩. “ মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়!
একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিকযা তুমি করতে চাও।
আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া॥ ”
-----মারিও কুওমো।
৪. “ অনুকরণ নয়, অনুসরণ নয়,
নিজেকে খুঁজুন, নিজেকে জানুন,
নিজের পথে চলুন॥ ”
------ডেল কার্নেগি। “
৫. হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট।
কিন্তু এ কথা দুটো বলতেই
সবচেয়ে বেশি ভাবতে হয়॥ ”
------পীথাগোরাস।
৬. “ ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও॥ ”
------হযরত সোলায়মান (আঃ)।
৭. “ তুমি যদি কোনো লোককে জানতে চাও,
তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো॥”
----লেলিন।
৮. “ একজন আহত ব্যক্তি তার
যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন
অপমানিত ব্যক্তি তত সহজে অপমান
ভোলে না॥ ”
-----জর্জ লিললো।
৯. “ দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত
বন্ধু নেই॥ ”
-----অ্যারিস্টটল।
১০. “ বিশ্বাস জীবনকে গতিময়তা দান
করে, আর অবিশ্বাস
জীবনকে দুর্বিষহ করে তোলে॥ ”
-----মিল্টন।
১১. “ আল্লাহর ভয় মানুষকে সকল ভয়
হতে মুক্তি দেয়॥ ”
-----ইবনে সিনা।
১২. “ স্বপ্নপূরণই জীবনের একমাত্র
লক্ষ্য নয়। তাই বলে, স্বপ্নকে ত্যাগ
করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো।
স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন॥ ”
-----ব্রায়ান ডাইসন।
১৩. “ এই পৃথিবী কখনো খারাপ মানুষের
খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না।
যারা খারাপ মানুষের খারাপ কর্ম
দেখেও কিছু করেনা তাদের জন্যই
পৃথিবী ধ্বংস হবে॥ ”
------আইনস্টাইন।
১৪. “ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন
দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”
-------জন লিভেগেট।
১৫. “ যেখানে পরিশ্রম নেই
সেখানে সাফল্যও নেই॥ ”
-----উইলিয়াম ল্যাংলয়েড।
১৬. “ সত্য একবার বলতে হয়; সত্য
বারবার বললে মিথ্যার
মতো শোনায়। মিথ্যা বারবার
বলতে হয়; মিথ্যা বারবার
বললে সত্য ৰলে মনে হয়॥ ”
-----হুমায়ূন আজাদ।
১৭. “ যে নিজেকে অক্ষম ভাবে,
তাকে কেউ সাহায্য
করতে পারে না॥ ”
----জন এন্ডারসন।
১৮. “ চিন্তা কর বেশি, বল অল্প
এবং লেখ তার চেয়েও কম॥ ”
----জন রে।
১৯. “ সবচেয়ে কঠিন কাজ
হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ
কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া॥ ”
-----থেলিস।
২. জান্নাত'কে ♥ বৃদ্ধাশ্রমে রেখে তুমি মক্কায় গিয়ে কি খোঁজ??
----- আশিক মাহমুদ
৩. “ মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়!
একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিকযা তুমি করতে চাও।
আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া॥ ”
-----মারিও কুওমো।
৪. “ অনুকরণ নয়, অনুসরণ নয়,
নিজেকে খুঁজুন, নিজেকে জানুন,
নিজের পথে চলুন॥ ”
------ডেল কার্নেগি। “
৫. হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট।
কিন্তু এ কথা দুটো বলতেই
সবচেয়ে বেশি ভাবতে হয়॥ ”
------পীথাগোরাস।
৬. “ ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও॥ ”
------হযরত সোলায়মান (আঃ)।
৭. “ তুমি যদি কোনো লোককে জানতে চাও,
তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো॥”
----লেলিন।
৮. “ একজন আহত ব্যক্তি তার
যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন
অপমানিত ব্যক্তি তত সহজে অপমান
ভোলে না॥ ”
-----জর্জ লিললো।
৯. “ দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত
বন্ধু নেই॥ ”
-----অ্যারিস্টটল।
১০. “ বিশ্বাস জীবনকে গতিময়তা দান
করে, আর অবিশ্বাস
জীবনকে দুর্বিষহ করে তোলে॥ ”
-----মিল্টন।
১১. “ আল্লাহর ভয় মানুষকে সকল ভয়
হতে মুক্তি দেয়॥ ”
-----ইবনে সিনা।
১২. “ স্বপ্নপূরণই জীবনের একমাত্র
লক্ষ্য নয়। তাই বলে, স্বপ্নকে ত্যাগ
করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো।
স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন॥ ”
-----ব্রায়ান ডাইসন।
১৩. “ এই পৃথিবী কখনো খারাপ মানুষের
খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না।
যারা খারাপ মানুষের খারাপ কর্ম
দেখেও কিছু করেনা তাদের জন্যই
পৃথিবী ধ্বংস হবে॥ ”
------আইনস্টাইন।
১৪. “ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন
দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”
-------জন লিভেগেট।
১৫. “ যেখানে পরিশ্রম নেই
সেখানে সাফল্যও নেই॥ ”
-----উইলিয়াম ল্যাংলয়েড।
১৬. “ সত্য একবার বলতে হয়; সত্য
বারবার বললে মিথ্যার
মতো শোনায়। মিথ্যা বারবার
বলতে হয়; মিথ্যা বারবার
বললে সত্য ৰলে মনে হয়॥ ”
-----হুমায়ূন আজাদ।
১৭. “ যে নিজেকে অক্ষম ভাবে,
তাকে কেউ সাহায্য
করতে পারে না॥ ”
----জন এন্ডারসন।
১৮. “ চিন্তা কর বেশি, বল অল্প
এবং লেখ তার চেয়েও কম॥ ”
----জন রে।
১৯. “ সবচেয়ে কঠিন কাজ
হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ
কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া॥ ”
-----থেলিস।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.