Sunday, September 7.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

স্বামী-স্ত্রীর ভালবাসা (ছোট গল্প)

.com/

একটি মেয়ে তার স্বামীকে জিজ্ঞেস করলো,,,,
.
- কেন তুমি আমাকে এত ভালোবাসো?
স্বামী জবাব দিলো... - কারণ আমার জানা নেই ।
.
মেয়েটির ভালো লাগলো না উত্তরটা  এবং সে বলল
- না আমাকে একটা কারণ দেখাও।
 - ওকে। কারণ তুমি দেখতে অনেক সুুন্দরী, স্মার্ট এবং আকর্ষণীয়,,,,    মেয়েটি তার কথায় সন্তুষ্ট।

. তারপর একদিন মেয়েটি খুব অসুখ হলো।সুস্থ হবার পর তার রুপ লাবণ্য অনেক কমে গেল এবং সে দেখতে চিকন এবং দুর্বল হয়ে গেল।
.
পরে মেয়েটি তার স্বামীকে বলল-
- তুমি কি এখনো আমায় ভালবাসো? - না। এখন তুমি আর সুুন্দরী এবং আকর্ষণীয় নও। তাই কারণ অনুযায়ী আমি আর তোমাকে ভালোবাসি না।
.
মেয়েটি কাঁদতে শুরু করে দিলো। মেয়েটির চোখের জল তার নরম গাল বেঙ্গে মাটিতে পরার আগেই তার স্বামী
তার হাত দিয়ে চোখের জল মুছে দিল। তারপর ছেলেটি তার হাত ধরে বলল - এখন বুঝেছ যে, স্বামী-স্ত্রীর ভালোবাসা কোন কারণ দিয়ে হয় না।
.
আমি তোমাকে ভালোবাসতাম, এখনো বাসি এবং ভবিষ্যতেও বাসবো। আর তা কোন কারণ ছাড়াই।
আসলে স্ত্রীকে ভালোবাসতে_কোন কারণ_লাগেনা,,,

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1