সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ৪৮ বছর পর পাকিস্তানের নাম মুছল বাংলাদেশ!

    bgb

    স্বাধীনতার ৪৮ বছর পর দেশের সব সীমান্ত পিলার থেকে পাকিস্তানের নাম মুছেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের যেসব পিলার পাকিস্তান-পিএকে লেখা ছিল সেসব জায়গায় বাংলাদেশ/বিডি লেখা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী পিলার থেকে এসব লেখা মুছে দেয়া হয়েছে। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান পৃথক রাষ্ট্র গঠিত হওয়ার পর প্রায় ৮ হাজার পিলারে এমন লেখা ছিল। এসব পিলার ছিল সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম সীমান্তে। 

    বিজিবি তাদের নিজস্ব অর্থায়নে খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজ শেষ করেছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !