সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সেই হাতিটির এই পরিণতি!

    image-224756-1569402896

    দীর্ঘ দিন অযত্ন-অবহেলা আর নির্যাতন সইতে হয়েছিল হাতিটিকে। অবশেষে নিষ্ঠুর পৃথিবী ছেড়ে চলে গেছে ৭০ বছর বয়সী হাতিটি।শ্রীলংকার ঐতিহ্যবাহী পেরেহেরা উৎসবে রঙবেরঙের কাপড় পরিয়ে গত মাসে হাঁটানো হয়েছিল ৬০টি হাতি। ওই হাতিগুলোর মধ্যে ছিল তিকিরি নামের ওই হাতিটি।

    কঙ্কালসার হাতিটির ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপা হলে শ্রীলংকাকে সমালোচনার মুখে পড়তে হয়।হাতিটির দুরবস্থার কিছু ছবি প্রকাশ করেছিল সেভ এলিফ্যান্ট ফাউন্ডেশন (এসইএফ) নামে একটি সংস্থা। পরে বিশ্বজুড়ে শুরু হয় কঠোর সমালোচনা।

    শ্রীলংকার পর্যটনমন্ত্রীও স্বীকার করতে বাধ্য হন, শীর্ণকায় হাতিটিকে র‌্যালিতে নেয়া উচিত হয়নি। পরে মালিকের কাছে ফেরত পাঠানো হয় বৃদ্ধ তিকিরিকে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামের এক পোস্টে এসইএফের প্রতিষ্ঠাতা লেক শেলার্ট বলেন, তিকিরির কষ্ট শেষ হয়েছে, তার আত্মা এখন মুক্ত। আর কোনো অনিষ্ট তার কাছে আসতে পারবে না।

    সূত্র: বিবিসি।


    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !