অল্প পুঁজিতে কিছু ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন।
শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই। আপনি যদি অশিক্ষিত, স্বল্প শিক্ষিত, শিক্ষিত বেকার হন তবে লেখাটি আপনার জন্য। যদি আপনি চাকুরি জীবি, ব্যবসায়ী বা বাড়িওয়ালা হন, তবে পোষ্টটি আপনার জন্য নয়।সামান্য কিছু টাকা খরচ করে আপনিও হতে পারেন স্বাবলম্বী। আজ আমি তেমনি কিছু পায় বলে দেব।
উপায়-১ঃ বিনিয়োগ করতে হবে মাত্র ৪০০ টাকা।এটা শিক্ষিত, অশিক্ষিত, বেকার গৃহিনী সবার জন্য।আমরা কম বেশি সবাই মাথায় তেল ব্যবহার করি। আপনি Nayna's Hair Fall Solution Oil অর্ডার করুন। হাতে পাওয়ার পর ব্যবহারের নিয়ম জেনে নিন ও পরীক্ষামূলক ভাবে নিজে ১মাস নিয়ম মেনে ব্যবহার করুন। যদি দেখেন কাজ করছে তবে আপনার কাছের মানুষদের কাছে ও পরে পরিচিতদের কাছে বিক্রয় করতে পারেন। মাসে মাত্র ১০০টি তেল বিক্রয় করে আপনি ১০,০০০/- থেকে ১২,০০০/- অনায়েসে আয় করতে পারেন। বিক্রয় বেশি করলে, লাভও বেশি হবে। যোগাযোগ- Nayna's Hair Fall Solution Oil
উপায়-২ঃ বিনিয়োগ করতে হবে মাত্র ১০০০ টাকা।আপনি যদি অশিক্ষিত বেকার বা অল্প শিক্ষিত বেকার হন, তবে ফেরি করে চা বিক্রয় করতে পারেন। বাস স্ট্যান্ড, বাজার, স্কুল-কলেজের সামনে তথা লোক সমাগমের জায়গায় ফেরি করে বিক্রয় করতে পারেন।আপনি মাসে ১০,০০০/- থেকে ১১,০০০/- অনায়েসে আয় করতে পারেন।
উপায়-৩ঃ বিনিয়োগ করতে হবে মাত্র ৫০০ টাকা।আপনি যদি অশিক্ষিত বা অল্প শিক্ষিত বেকার হন, তবে ফেরি করে ঝাল মুড়ি বিক্রয় করতে পারেন। বাস স্ট্যান্ড, বাজার, স্কুল-কলেজের সামনে বিক্রয় করতে পারেন।আপনি মাসে ৮০০০/- থেকে ১০,০০০/- অনায়েসে আয় করতে পারেন।
উপায়-৪ঃ বিনিয়োগ করতে হবে মাত্র ১৫০০ টাকা।আপনি যদি অশিক্ষিত বা অল্প শিক্ষিত বেকার হন, তবে ফেরি করে বুট, চাল ভাজা, ডাল ভাজা, আচার ইত্যাদি গাড়িতে গাড়িতে বিক্রয় করতে পারেন।তবে তা শহর অঞ্চলের জন্য প্রযোজ্য। আপনি মাসে ১০,০০০/- থেকে ১১,০০০/- অনায়েসে আয় করতে পারেন।
উপায়-৫ঃ বিনিয়োগ করতে হবে মাত্র ৭০০ টাকা।আপনি যদি অশিক্ষিত বা অল্প শিক্ষিত বেকার হন, তবে কাগজের ঠোঙ্গা বানাতে পারেন।আপনি মাসে ১০,০০০/- থেকে ১৩,০০০/- অনায়েসে আয় করতে পারেন।
উপায়-৬ঃ বিনিয়োগ করতে হবে মাত্র ৭০০ টাকা।আপনি যদি অশিক্ষিত বা অল্প শিক্ষিত বেকার হন, তবে কাগজের ঠোঙ্গা বানাতে পারেন।আপনি মাসে ১০,০০০/- থেকে ১৩,০০০/- অনায়েসে আয় করতে পারেন।
উপায়-৭ঃ বিনিয়োগ করতে হবে মাত্র ৩০০০ টাকা।আপনি যদি অশিক্ষিত বা অল্প শিক্ষিত বেকার হন, তবে আপনি বিভিন্ন দোকানে পাইকারী দোকান থেকে কিনে ফেরি করে কলম, খাতা, চকলেট, টুথপেষ্ট, ব্রাশ ইত্যাদি সরবরাহ পারেন।আপনি মাসে ১২,০০০/- থেকে ১৮,০০০/- অনায়েসে আয় করতে পারেন।
ভাল লাগলে কমেন্ট করতে ভূলবেন না।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.