ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ
দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ৩৪৩ কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুদকের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। দুদকের জনসংযোগ বিভাগ সম্পত্তি ক্রোকে করার তথ্য নিশ্চিত করেছে।
দুনীতি দমন কমিশনের করা আবেদনরে পরিপ্রেক্ষিতে ফাকা মহানগর আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন এ নির্দেশ দেন।এর আগে বুধবার (৩০ অক্টোবর) আদালত ফালুর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয়।
ক্রোক করা সম্পদের মধ্যে রয়েছে ফালুর মালিকানাধীন রেজা প্রোপার্টিজের ৯৩ কোটি টাকা মূল্যের ৯৩ লাখ শেয়ার। রাকীন ডেভেলপমেন্ট কোম্পানির শতকরা ২০ ভাগ শেয়ার (২ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ১২০টি), যার বাজার মূল্য ২০০ কোটি টাকা। রোজা এন্টারটেইনমেন্ট এফজেডই’র ২০ লাখ টাকার শেয়ার, রোজা ইনভেস্টমেন্ট এলএলসির ২৯ লাখ ৪০ লাখ টাকার শেয়ার, আইএফআইসি ব্যাংকের কারওয়ানবাজার শাখায় রোজা প্রোপার্টিজের ব্যাংক হিসাব এবং ৫০ কোটি টাকা মূল্যের কাকরাইলের ২২ দশমিক ৫৩ শতাংশ বাণিজ্যিক প্লট।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.