‘বিসিসিআই ছাড়া আইসিসি অচল!’
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কঠোর সমালোচনা করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি অনুরাগ ঠাকুর। তিনি বলেছেন, বিসিসিআই ছাড়া আইসিসি বলতে গেলে অচল। আইসিসিকে অর্থের ৭৫ শতাংশ যোগান দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।
২০১৫ থেকে ২০১৭ সালে বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করা অনুরাগ ঠাকুর আরও বলেন, ‘আমরা কখনও কল্পনা করতে পেরেছি আইসিসির রোডম্যাপে বিসিসিআইয়ের কিছু বলার থাকবে না? এটা কেউ কখনও ভাবেনি। বিসিসিআই ছাড়া আইসিসি কি?’
আইসিসির সঙ্গে অচীরেই ক্রিকেট খেলুড়ে দলগুলোর বোর্ডের বিরোধ লাগতে পারে। এত দিন আইসিসির রাজস্ব থেকে যে পরিমাণ আর্থিক ভাগ পেয়ে এসেছে দেশগুলো সেই অঙ্ক এবার থেকে কমবে।এর আগে সংবাদমাধ্যম জানিয়েছে, আগের তুলনায় খরচ বেড়েছে আইসিসির। নানাবিধ কার্যক্রমের খরচ, অতিরিক্ত টুর্নামেন্ট আয়োজন এবং দুটি নতুন সদস্য দেশ অন্তর্ভুক্ত হয়েছে। আর এ কারণে সদস্য দেশগুলো আইসিসির কাছ থেকে রাজস্বের ভাগ আগের তুলনায় কম পাবে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.