Friday, May 16.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

ইরানি স্পিডবোট ছুটবে ১৮৫ কিমি. গতিতে!

image-230598-1570789561

ঘণ্টায় ১০০ নটিক্যাল মাইল বা ১৮৫ কিলোমিটার বেগে চলতে পারবে এমন স্পিডবোট তৈরি করছে ইরান।বুধবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খুব শিগগিরই ইরানি বিশেষজ্ঞরা নিজস্ব সক্ষমতা ও দেশীয় প্রযুক্তির মাধ্যমে এ স্পিডবোটের নির্মাণ কাজ শুরু করবেন।তিনি আরও বলেন, ‘৯০ নটিক্যাল মাইল বেগে চলতে পারে এমন নৌযান আজ উন্মোচন করা হচ্ছে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের শীর্ষ পর্যায়ের এ সামরিক কর্মকর্তা বলেন, পারস্য উপসাগরে বিদেশি সেনাদের উপস্থিতি এ অঞ্চলকে নিরাপত্তাহীন করা ছাড়া আর কিছু দেয়নি।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1