বাগদাদিকে হত্যায় ট্রাম্পকে শুভেচ্ছা সৌদি যুবরাজের

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস নেতা আবু বকর আল বাগদাদিকে হত্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান।মঙ্গলবার সৌদি টেলিভিশন আল-আখবারিয়ার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
এদিকে আবু বকর আল-বাগদাদি ইরাক ও সিরিয়ার স্বঘোষিত ‘খলিফা’ হিসেবে ৫ বছরে শিরশ্ছেদ, গণহত্যা, ধর্ষণ, অপহরণ এবং জাতিগত নির্মূলের ভয়াবহ চিত্র রেখে গেছে।তার নিহত হওয়ার ঘটনায় বিশ্বনেতারাও প্রতিক্রিয়া দেখিয়েছেন। যা নিচে তুলে ধরা হয়েছে।
উল্লেখযোগ্য সফলতা -তুরস্ক : তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান এক টুইট বার্তায় বলেন, আইএসের মূল হোতা হত্যার ঘটনায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যৌথ লড়াইয়ে একটি উল্লেখযোগ্য সফলতা। সন্ত্রাস দমনের লড়াইয়ে তুরস্ক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও ঘোষণা দেন তিনি।
নিজেদের তৈরি জঙ্গিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র -ইরান : আইএস মার্কিন প্রশাসনের বানানো জঙ্গি সংগঠন বলে দাবি করেছে ইরান। রোববার ইরানের তথ্যমন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি-জাহরোমি বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি বাগদাদিকে তারা নিজেরাই হত্যা করেছে। এ অভিযান বড় কিছু নয়।’
‘সন্দেহ’ রাশিয়ার : বাগদাদিকে হত্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকোভ বলেন, ‘সিরিয়ার ইদলিবে তুরস্ক নিয়ন্ত্রণাধীন এলাকায় যুক্তরাষ্ট্রের অভিযানে আইএস নেতা বাগদাদি নিহত হয়েছেন বলে ওয়াশিংটন যে দাবি করছে তার বিশ্বাসযোগ্য কোনো তথ্যপ্রমাণ তাদের হাতে নেই।’
লড়াই চলবে -ফ্রান্স : ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘বাগদাদির মৃত্যু দায়েশের জন্য বড় ধাক্কা। কিন্তু এটা একটি অধ্যায়ের পরিসমাপ্তি মাত্র। জঙ্গি নির্মূলে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’
সূত্র- সময়
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.