সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    পরিচ্ছন্নতা কর্মীর জুতায় ৪ কেজি স্বর্ণ!

    Image result for gold bar

    চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ওজনের ৩৬টি সোনার বারসহ বাংলাদেশ বিমানের একজন পরিচ্ছন্নতা কর্মীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ ইলিয়াসের জুতার মধ্যে কৌশলে লুকানো সোনার বারের দাম আনুমানিক ২ কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টমস কমকতারা।

    গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কাস্টমস কমকতারা জানতে পারেন, দুবাই থেকে আসা ফ্লাই দুবাই নামে একটি বিমানে করে কিছু সোনার বার অবৈধভাবে আনা হয়েছে। বিমানটি বুধবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিমানবন্দরে অবতরণ করে। এসময় ইলিয়াসকে তল্লাশির আওতায় নেওয়া হয়। তার জুতার ভেতরে ৩৬টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ৪ কেজি ২২৫ গ্রাম। 

    কাস্টমস কমকতারা জানিয়েছেন, ফ্লাই দুবাইয়ের মাধ্যমে আনা সোনার বারগুলো বিমানবন্দর পার করে দেওয়ার দায়িত্ব নিয়েছিল ইলিয়াস। তার বাড়ি চট্টগ্রামে। বিমানে করে কে সোনার বারগুলো এনেছে এবং ইলিয়াস কার হাতে সেগুলো দিত, সে বিষয়ে ইলিয়াসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !