আন্দোলনে দেশের শীর্ষ ক্রিকেটাররা!
ভারত সফর সামনে রেখেই বড়সড় আঘাত আসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলে। বেতন-ভাতাসহ জাতীয় লিগ, ঘরোয়া লিগ, জিমের সুবিধা, বাজে আম্পায়ারিংসহ নানা ইস্যুতে ধর্মঘট করছেন ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন ও বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।
দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান।
সোমবার (২১ অক্টোবর) সাকিব আল হাসানের নেতৃত্বে মিরপুরে বিসিবির একাডেমি মাঠে জড়ো হন খেলোয়াড়রা। সেখানে বিকেলে ৩টায় সংবাদ সম্মেলন করেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে কথা বলেন সাকিব-তামিমরা।
এবারের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হবার আগে ক্রিকেটাররা ভেবেছিলেন বাড়ানো হবে ম্যাচ ফি। যদিও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছিল তাদের। অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নেই ফ্রাঞ্চাইজি। তাই হতাশ ক্রিকেটাররা। এই কারণে সোমবার (২১ অক্টোবর) সংবাদ সম্মেলনে যোগ দেন তারা।
সংবাদ সম্মেলনে জাতীয় লিগ, ঘরোয়া লিগ, জিমের সুবিধা, বাজে আম্পায়ারিংসহ নানা ইস্যুতে ধর্মঘটের ডাক দেন ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটে মান উন্নয়ন ও বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবি উত্থাপণ করেন তারা। সাকিব আল হাসানসহ অন্যান্য ক্রিকেটাররা বিষয়গুলো নিয়ে সম্মেলনে কথা বলেন।
মাহমুদউল্লাহ বলেন, ‘গত কয়েক বছর ধরে জানেন প্রিমিয়ার লিগের পরিস্থিতি কি। এটা নিয়ে কম বেশি সবাই অসন্তুষ্ট। এখানে পারিশ্রমিকের একটা মানদণ্ড বেঁধে দেয়া হয়েছে। খেলোয়াড়দের অনেক লিমিটেশন দেয়া হয়েছে। আগে যেমন ছিল, তেমনটা নেই। খেলোয়াড়রা আগে বাছাই করতে পারতো, কোন দলে খেলবে, পারিশ্রমিক কেমন হবে। আমাদের দাবি হলো আগের মতো যেন প্রিমিয়ার লিগটা ফিরে পাই।’
তামিম ইকবাল বলেন, ‘বিদেশি কোচ অনেক টাকা দিয়ে নিয়ে আসা হয়। দেশীয় কোচ ভালো করার পরও আর তাকে নিয়ে আর কাজ করা হয় না। কিন্তু আমরা বিদেশিদের বেশি পারিশ্রমিক দিয়ে নিয়ে আসি। নিজের দেশের দিকে খেয়াল করি না। আমরা শুধু ক্রিকেটারদের কথা বলছি না, সকল ক্রিকেট স্টাফদের কথা বলছি।’
সম্মেলনের শেষের দিকে আবারও সাংবাদিকদের সামনে এসে সাকিব বলেন, ‘যে দাবিগুলো করা হয়েছে, তা না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধ থাকবে।’
এসময় উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তাসকিন রহমান, এনামুল হক বিজয়, নাঈম ইসলাম, নুরুল হাসান সোহানসহ অনেক ক্রিকেটাররা।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.