কুর্দিবিরোধী অভিযানে তুর্কি সেনা নিহত!

কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে নতুন অভিযান শুরুর পর প্রথমবারের মতো উত্তর সিরিয়ায় এক তুর্কি সেনা নিহত হয়েছেন।শুক্রবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার কুর্দিদের বিরুদ্ধে লড়াইয়ে এছাড়াও আর তিন সেনা আহত হয়েছেন।এর বাইরে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।১২০ কিলোমিটারের সীমান্তে যেখানে তুর্কি অভিযান শুরু হয়েছে, সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।বৃহস্পতিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও কুর্দিশ সামরিক কর্মকর্তারা এমন তথ্য দিয়েছে।
এর একদিন আগে মার্কিন সমর্থিত কুর্দিশ পিপল’স প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি) যোদ্ধাদের হটাতে অপারেশন পিস স্প্রিং নামে অভিযান শুরু করে তুরস্কের সেনাবাহিনী।আইসবিরোধী লড়াইয়ে ওয়াইপিজিকে সমর্থন দিয়ে আসছে মার্কিন প্রশাসন। তবে আংকারা এই সহযোগিতার বিরোধিতা করেছে আসছে দীর্ঘ সময় ধরে।মিলিশিয়ারা তুরস্কের দিকে গোলা নিক্ষেপ করার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় হতাহত নিয়ে বিবৃতি দিয়েছে।
তুরস্কের সীমান্ত শহর সানলিউরফা ও মারডিন প্রদেশে সাত বেসামরিক নাগরিক ও ৯ মাস বয়সী একটি শিশু নিহত হয়েছে। এছাড়াও ৭০ জন আহত হয়েছেন।ব্রিটেনভিত্তিক অবজারভেটরির খবরে বলা হয়েছে, তুরস্কের অভিযানের পর ২৯ বিদ্রোহী যোদ্ধা ও ১০ বেসামরিক লোক নিহত হয়েছেন।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.