সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    নির্বাচনী প্রতিশ্রুতি না রাখায় মেয়রকে শাস্তি দিলো জনতা!

    maxic

    দক্ষিণ মেক্সিকোতে এক শহরের মেয়রকে তার অফিস থেকে টেনে বের করে, গাড়ির পেছনে বেঁধে সড়কে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ ১১ ব্যক্তিকে গ্রেফতার করেছে।বন্দর নগরী লা মার্গারিটা শহরের মেয়র হর্গে লুইস এসক্যান্ডন হার্নান্দেজকে শেষ পর্যন্ত পুলিশ এসে মুক্ত করে। এই ঘটনায় তিনি সামান্য চোট পেয়েছেন বলে জানা গেছে।

    মেয়র এসক্যান্ডনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নির্বাচনের আগে ঐ অঞ্চলের একটি সড়ক মেরামত করার প্রতিশ্রুতি রক্ষা করেননি। এ কারণে স্থানীয় কৃষকরা তার ওপর খুবই ক্ষুব্ধ ছিল। প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিওতে দেখা যাচ্ছে, একদল লোক মেয়রকে তার অফিস থেকে টেনে বের করছে এবং একটি গাড়ির পেছনে তাকে বেঁধে ফেলছে। পরে এক সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে হাত বাঁধা অবস্থায় গাড়িটি রাস্তা দিয়ে তাকে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে।

    মেক্সিকোতে মেয়র কিংবা সরকারি কর্মকর্তারা প্রায়ই ক্ষমতাশালী মাদক ব্যবসায়ী ও অপরাধী চক্রের লক্ষ্যবস্তু হন। কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না করায় জনতার এ ধরনের প্রকাশ্য শাস্তির বিধান বিরল এক ঘটনা। মেয়র এসক্যান্ডন বলেছেন, তিনি হামলাকারীদের বিরুদ্ধে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করবেন। চার মাস আগে মেয়র এসক্যান্ডনের অফিসে আরেকটি হামলা হয়েছিল। এসময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তার অফিস ভাঙচুর করে।

    লা মার্গারিটা শহরের মেয়র নির্বাচনের আগে বিরোধীদলের সমর্থকদের সাথে দাঙ্গা করার অভিযোগে মেয়র এসক্যান্ডনকে গ্রেফতার করা হয়। কিন্তু প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেয়া হয়।

    তথ্যসূত্র: বিবিসি


    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !