আর্মেনীয় ‘গণহত্যার’ স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ তুরস্ক

প্রথম বিশ্বযুদ্ধের সময় তুর্কি অটোম্যানদের হাতে বিপুলসংখ্যক আর্মেনীয়র মৃত্যুর ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ।মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিল কংগ্রেসের নিম্ন কক্ষে ৪০৫-১১ ভোটে জয়ী হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
সিরিয়া নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েনের মধ্যেই এ বিলটিতে মার্কিন আইনপ্রণেতাদের সমর্থন মিলল।আর্মেনিয়ার ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে আঙ্কারা। এ ঘটনার প্রতিবাদে তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড স্যাটারফিল্ডকে ডেকে পাঠানো হয়েছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলু মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভের এ ভোটের ফলকে খারিজ করে দিয়ে বলেছেন, উত্তর সিরিয়ায় আঙ্কারার অভিযানের প্রতিশোধ হিসেবেই যুক্তরাষ্ট্র এমনটা করেছে।প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনীয়রা ওই হত্যাযজ্ঞে অন্তত ১৫ লাখ লোকের মৃত্যু হয়েছে বলে দাবি করলেও তুরস্কের অনুমান মৃতের সংখ্যা এর এক-পঞ্চমাংশ। পশ্চিমা অনেক গবেষক দীর্ঘদিন ধরে এ ঘটনাকে ‘গণহত্যা’ বলে এলেও অনেক ইতিহাসবিদেরই এতে আপত্তি আছে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.