কাতালোনিয়ার রাস্তায় ৪ লাখ মানুষ!
কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতাদের মুক্তির দাবিতে উত্তাল বার্সেলোনা শহর। নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষও হয়েছে তাদের। একই সঙ্গে অঞ্চলটির স্বাধীতার দাবি তুলে রাস্তায় নেমে আসে তৃণমূল সংগঠনগুলো।পুলিশ জানায়, শনিবারের আন্দোলনে প্রায় ৪ লাখ মানুষ রাস্তায় নামলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় সংকট সমাধানে সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে অঞ্চলটির সাধারণ মানুষ।
কয়েকদিন আন্দোলন স্থগিত রাখার পর শনিবার আবারও রাজপথে নামে স্পেনের কাতালোনিয়া অঞ্চলের স্বাধীনতাপন্থীরা। লাখো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় বার্সেলোনার রাজপথ।শহরের ওয়াটারফ্রন্ট থেকে মানুষের ঢল শুরু হয়, যা ছড়িয়ে পড়ে শহরের অলিগলিতেও। স্বাধীনতাকামী নেতাদের দেয়া কারাদণ্ড বাতিল ও মুক্তির দাবি জানান আন্দোলনকারীরা।
তারা বলছেন, আমাদের নেতাদের অন্যায় ভাবে কারাগারে বন্দি করে রাখা হবে তা কাতালোনিয়ার জনগণ কিভাবে মেনে নেবে? এ রায় আমরা মানি না।২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনে ভূমিকার জন্য গত ১৪ই অক্টোবর অঞ্চলটির ৯ স্বাধীনতাকামী নেতাকে কারাদণ্ড দেয় স্পেনের সুপ্রিম কোর্ট। আদেশে তাদের ৯ থেকে ১৩ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়। আদালতের রায়ের পরই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে কাতালানরা।
চলমান আন্দোলনে একাত্মতা জানিয়ে রাস্তায় নামে তৃণমূল পর্যায়ের সংগঠনগুলোর নেতা-কর্মীরা। অঞ্চলটির স্বাধীনতার দাবি জানিয়ে স্লোগান দেয় তারা। সেই সাথে স্পেনের সরকার দমন-পীড়নের তীব্র সমালোচনাও করেন।তারা বলছেন, কাতালোনিয়ার বিষয়ে স্পেন সরকার যে শক্ত অবস্থানে রয়েছে তাতে সংকট আরও দীর্ঘয়িত হবে। এক্ষেত্রে স্পেন ও কাতালোনিয়া সরকারকে অবশ্যই আলোচনায় বসা উচিত। নয়তো সবাই ক্ষতিগ্রস্ত হতে পারে।
রাত গড়ানোর সাথে সহিংস রুপ নেয় স্বাধীনতাপন্থিদের বিক্ষোভ। রাস্তা অবরোধ করে রাখায়, নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছোঁড়ার পাশাপাশি লাঠি চার্জ করলে ছত্রভঙ্গ হয়ে পড়ে সমাবেশ। এসময় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত হন বেশ কয়েকজন। এ অবস্থায় রোববারও বিক্ষোভের ডাক দিয়েছেন স্বাধীনতাকামীরা।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.