সৌদি-ইরান: সামরিক শক্তিতে কে এগিয়ে?
গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্সে সৌদি আরবের চেয়ে এগারো ধাপ এগিয়ে আছে ইরান। ১৩৭ দেশের সামরিক শক্তির বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ১৪; যেখানে সৌদি আরব আছে ২৫তম অবস্থানে। যুক্তরাষ্ট্রের লাগাতার নিষেধাজ্ঞায় পড়া ইরানের অর্থনৈতিক অবস্থা নাজুক। সেদিক থেকে অবশ্য অনেক এগিয়ে সৌদি আরব। তবে সেনা সংখ্যা এবং সমরাস্ত্রের দিক থেকে এগিয়ে আছে ইরান। এর বাইরেও দুই দেশেরই আন্তর্জাতিক পরিমণ্ডলে আছে বেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী কিছু বন্ধু দেশ এবং সশস্ত্র বাহিনী।
সৌদি আরব এবং ইরানের সামরিক শক্তির তুলনা:
ইরান সৌদি আরব
জনসংখ্যা: ৮৩,০২৪,৭৪৫ ৩৩,০৯১,১১৩
সক্রিয় সেনা ৫২৩,০০ ২৩০,০০০
রিজার্ভ সেনা ৩৫০,০০০ ০
মোট সেনা ৮৭৩,০০০ ২৩০,০০০
সামরিক বাজেট (মার্কিন ডলার)৬,৩০০,০০০,০০০ ৭০,০০০,০০০,০০০
আকাশে শক্তির পার্থক্য:
মোট এয়ারক্রাফট ৫০৯ ৮৪৮
ফাইটার ১৪২ ২৪৪
অ্যাটাক এয়ারক্রাফট ১৬৫ ৩২৫
ট্রান্সপোর্ট ৮৯ ৪৯
প্রশিক্ষণ বিমান ১০৪ ২০৭
হেলিকপ্টার ১২৬ ২৫৪
অ্যাটাক হেলিকপ্টার ১২ ৩৪
স্থলে শক্তির পার্থক্য:
ট্যাংক ১,৬৩৪ ১,০৬২
আরমর্ড ফাইটিং ভেহিকেলস ২,৩৪৫ ১১,১০০
স্বয়ংক্রিয় আর্টিলারি ৫৭০ ৭০৫
তোয়ানো আর্টিলারি ২,১২৮ ১,৮১৮
রকেট প্রজেক্টর ১,৯০০ ১২২
পানিতে শক্তির পার্থক্য:
মোট নৌ সম্পদ ৩৯৮ ৫৫
এয়ারক্রাফট ক্রারিয়ার ০ ০
সাবমেরিন ৩৪ ০
ফ্রিগেট ৬ ৭
ডেস্ট্রয়ার ০ ০
করভেট্টি ৩ ৪
পেট্রল ক্রাফট ৮৮ ৯
মাইন ওয়ারফেয়ার ক্রাফট ৩ ৩
বাণিজ্যিক জাহাজ ৭৩৯ ৩৫৭
পোর্ট এবং টার্মিনালস ৩ ৩
তেল উৎপাদন ৪,৪৬৯,০০০ (বিলিয়ন ব্যারেল/দিনে) ১০,১৩০,০০০ (বিলিয়ন ব্যারেল/দিনে)
রিজার্ভ তেল ১৫৮,৪০০,০০০,০০০ (বিলিয়ন ব্যারেল) ২৬৬,৫০০,০০০,০০০ (বিলিয়ন ব্যারেল)
সূত্র: গ্লোবাল ফায়ারপাওয়ার
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.