সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    অযোধ্যায় রামমন্দির নির্মাণে ৫১ হাজার রুপি দান করবেন ওয়াসিম রিজমি

    অযোধ্যায় রামমন্দির নির্মাণে ৫১ হাজার রুপি দান করবেন ওয়াসিম রিজমি

    ভারতের অয্যোধ্যায় বহুল আলোচিত বারবি মসজিদ মামলার রায়ে মোটেই সন্তুষ্ট নন দেশটির সুন্নি ওয়াকফ বোর্ড। এ রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি।তবে এ রায়ের প্রতি সম্মান ও সমর্থন জানিয়ে সুপ্রিমকোর্টের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারতের উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড।

    শুধু তাই নয়; অযোধ্যায় সেই বির্তকিত স্থানে রামমন্দির নির্মাণে ৫১ হাজার রুপি দান করা হবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজমি।

    তিনি জানিয়েছেন, রামমন্দির নির্মাণে ৫১ হাজার রুপি দান করা হবে। যখনই মন্দির গড়া হবে, তখনই শিয়া ওয়াকফ বোর্ড সহায়তা করবে।রায়ের প্রতিক্রিয়া জানাতে ভারতীয় গণমাধ্যমকে অনেকটা স্পষ্ট করেই রিজমি বলেন, শ্রীরামচন্দ্র সব ভারতীয়দের পূর্বপুরুষ, সে হিসাবে তিনি মুসলমানদেরও পূর্বপুরুষ। তাই তার জন্মভূমিতে এখন মন্দির স্থাপনের তোড়জোড় চলছে। এর সঙ্গে আমি একমত। শুধু একমতই নন তিনি; তার সংগঠন ‘ওয়াসিম রিজভি ফিল্মস’-এর পক্ষ থেকে মন্দির নির্মাণ করতে ৫১,০০০ রুপি দেয়া হচ্ছে রাম জন্মভূমি ন্যাসকে।

    এ বিষয়ে তার এমন আগ্রহ কেন প্রশ্নে রিজমি শুধু ভারত নয়, সারা বিশ্বের রামভক্তদের কাছে অযোধ্যায় রামের মন্দির একটা আলাদা ব্যাপার।গত শনিবার ভারতের আদালতে অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায়ে বলা রয়েছে, ২.৭৭ একর জমিটিতে মন্দির নির্মাণ করা হবে এবং মসজিদ নির্মাণ করতে অযোধ্যায় কোথাও ৫ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে দিতে হবে।

    ‘বিতর্কিত’ রায়ে অসন্তুষ্টির কথা জানিয়ে এটিকে ন্যায়বিচারের পরিবর্তে অন্যায় হিসেবে আখ্যায়িত করেছেন ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী।রায়ের পরদিন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, সুপ্রিমকোর্টের এই রায়ের ভিত্তি বেইনসাফির ওপর, বাবরি মসজিদ বিষয়ে সত্য ও বাস্তবতা উপেক্ষা করে ভারতের সর্বোচ্চ আদালত বৈষম্যমূলক রায় দিয়েছে।

    মসজিদ নির্মাণে বিকল্প পাঁচ একর জমির প্রস্তাব দিয়ে মুসলমানদের অপমানিত করা হয়েছে বলে মনে করেন মজলিস-ই-ইত্তেহাদুলের নেতা আসাদউদ্দিন ওয়াইসি।এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, বাবরি মসজিদ আমাদের বৈধ অধিকার। আমরা ভূমির জন্য লড়াই করিনি। আমরা দান কিংবা অনুগ্রহ চাইনি। আমাদের ভিক্ষুক ভাববেন না। আমরা দেশের সম্মানিত নাগরিক।তবে এ রায়কে মেনে নিয়েছেন দিল্লির শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। রায়ের এক প্রতিক্রিয়ায় দিল্লি জামা মসজিদের এই ইমাম বলেছেন, ভারতের মুসলমানরা শান্তি চায়। তাই আমরা রায় মেনে নিয়েছি। বিষয়টি নিয়ে হিন্দু-মুসলিম বিরোধ দীর্ঘদিনের, এর অবসান হওয়া উচিত।

    আর এবার বিতর্কিত এ রায়কে স্বাগত জানিয়ে ৫১ হাজার রুপি দানই করতে চাইলেন শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজমি।

    সূত্র- হিন্দুস্তান টাইমস

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !