মালয়েশিয়ায় জেল থেকে পালিয়েও বাংলাদেশির এই হাল!
মালয়েশিয়ার সারওয়াক প্রদেশের একটি জেল হাজতের প্রাচীর টপকেও শেষ রক্ষা হয়নি মালয়েশিয়া প্রবাসি হোসাইন আলি হোসেনের (৩৯)। তার পাসপোর্ট নাম্বার বিসি-০৮৭৮৫৯৩।তিনি ব্রাহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া থানার মোগড়া ইউনিয়ন হলাপাড়া গ্রামের হাসন আলির ছোট ছেলে হোসাইন আলি হোসেন।
স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) সকালের দিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জেলখানার প্রাচীর টপকে পালানোর চারদিন পর পুনরায় পুলিশের হাতে ধরা পড়েন তিনি।স্থানীয় পুলিশ ধৃত হোসেনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার পর তা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় এক ব্যক্তির গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করতে সক্ষম হন স্থানীয় পুলিশ।এদিকে তার শুভাকাঙ্ক্ষীরা জানান, হোসেনকে জেলহাজতে নেয়ার পর পুলিশের বেধড়ক মারধরে অসুস্থ হয়ে পড়েছে। তাই মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তা কামনা করছেন তার আত্মীয় স্বজনরা।
এদিকে, মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার প্রথম সচিব (শ্রম) হেদায়েতুল ইসলাম মণ্ডল সময় নিউজকে বলেন, খবরটি পাওয়ার সাথে সাথে স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করলে পুলিশ জানায় হোসাইন আলি হোসেন বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছে আগামি বৃহস্পতিবার (২১ নভেম্বর) তার রিমান্ড শেষ হওয়ার কথা রয়েছে।
তিনি আরও বলেন, যদিও পুনরায় অপরাধ সংঘটিত হয়েছে তাই হোসাইন আলি হোসেনকে যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানো জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.