জার্মানির ড্রেসডেনে ‘নাৎসি জরুরি অবস্থা’ জারি!
জার্মানির পূর্বঞ্চলীয় ড্রেসডেন শহরে নাৎসি জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।স্যাক্সোনির রাজধানী ড্রেসডেনে সাম্প্রতিক সময়ে কট্টর ডানপন্থিদের সঙ্গে ব্যাপক সমস্যার কারণে এটি জারি করা হয়েছে।
এ বিষয়ে একটি প্রস্তাব পাস করে শহরটির কাউন্সিলরা জানান, সমস্যা সমাধানে আরও পদক্ষেপ নেওয়া দরকার। স্থানীয় পরিষদের ৩৯ জন সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেন, বিরোধিতা করেন ২৯ জন।
বামপন্থি ও উদারপন্থি দলগুলো এর সমর্থন জানান। তবে জরুরি অবস্থা জারির মত পরিস্থিতি তৈরি হয়নি বলে দাবি বিরোধী দলের।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.