পেয়াজ তুই আপরাধী রে!
পেয়াজের দামের এই আকালে যদি গুনী জনেরা থাকতেন, তাহলে কে কী বলতেন?
আসুন শুনি;
আমাকে ১ কেজি পেয়াজ দাও,
আমি তোমাদের দুই কেজি ইলিশ উপহার দেবো!
পেয়াজ দাও মোরে পেয়াজ দাও।
যদি না পাও যাও ভারত হতে এনে দাও ৷
তবু ওগো মোর জন্যে দুটা পেয়াজ এনে দাও ৷
খাব ইলিশে ঝোল দিয়ে কোরমা পোলাও!😂
বিঃদ্রঃ রবি কবি ছিলেন শিলাইদহে
এককালীন পেয়াজের দাম কম থাকা
সঙ্গত ছিল কিন্তু এখন সম্ভব নহে! 😔
আবার আসিবো ফিরে,
উঁহার দাম কমিলে নীড়ে! 😜
বিঃদ্রঃ তিনি পেয়াজকে সম্মানসুচক হিসাবে উপস্থাপন করেছেন
#হিটলার :
পেয়াজের দাম কমলেই জীবন, এটাই সার্বজনীন।😖
চল চল চল, ঊর্ধ্ব গগণে বাজে মাদল
চল্ চল্ টমেটো খাব মোরা তার বদল ৷😁
এদেশের জন্য,
সবচেয়ে কঠিন কাজ হলো, ভারতকে সন্তুষ্ট রাখা!🙇
#সুকান্ত :
১৮ বছর বয়স কী দুঃসহ,
পেয়াজ কিনতে কিনতে হলাম নিঃস্ব! 🙇
#বিলগেটস :
পেয়াজকে আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে
Onion নামে ট্যাব মার্কেটে নামাব😊
হে কবি নীরব কেন?
পেয়াজ যে নেই ধরায়?
তুমি কি বসে বসে গিলবেই ধুয়ায় ৷😡
(ধুয়া-ধুমপান)
আমি পরপর ৩ টাকা দামদর করেছি,
ব্যাস বাবা! আর পারছি না ৷
দিলে নেই না দিলে যাই!
আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও,
যে অস্ত্রে পেয়াজের গোডাউন উড়িয়ে দেওয়া যায়! 🔫
যে ব্যক্তি পেয়াজের দামে কারসাজি বুঝে না
সে হয় দেবতা না হয় পশু!
আমি কিংবদন্তির কথা বলছি,
সে কালে পেয়াজ 20 টাকায় পাওয়া যেতো,
আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি।
আরো ছিল দাম কম খালেদার জিয়ার সময় ৷
বাংলার কৃষককে ঠকায়ে ভারতের যে পেঁয়াজের আরৎ কৌশলে গড়ে তুলেছে সেটাই সম্পদের বিজ্ঞান!
নূরুল দিনের কথা মনে পড়ে যায়,
যখন পেয়াজের মূল্যবৃদ্ধি হয়,
দালালেরই আল্লখাল্লায়!
আমি রাঁধুনীকে বলেছি পেঁয়াজ তরকারীতে দিওনা তুমি ৷
দাম কমলে খাব আমি ৷😌
পরিমার্জিত পোস্ট ৷
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.