চট্টগ্রামে স্ক্রু ড্রাইভার দিয়ে বন্ধুকে খুন, প্রধান সন্দেহভাজন গ্রেফতার
চট্টগ্রামে স্ক্রু ড্রাইভারের আঘাতে বন্ধুকে খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. সোহেল (২২)।সোমবার সকালে ঢাকার মালিবাগ থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
আটক সোহেল কুমিল্লার চান্দিনার বাসিন্দা এবং পেশায় অটোরিকশার মিস্ত্রি। বর্তমানে তিনি চট্টগ্রামের আমবাগান এলাকায় থাকতেন।এর আগে রোববার রাতে নগরীর আমবাগান এলাকায় ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে খুন হন ১৯ বছর বয়সী নাহিদ। নিহত নাহিদের সঙ্গে সোহেলের বন্ধুত্ব ছিল।
চট্টগ্রামের খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, রোববার রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় পালিয়ে আসেন সোহেল। চট্টগ্রামে তাকে না পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল সোমবার সকালে ঢাকার মালিবাগে রাস্তা থেকে তাকে গ্রেফতার করে।জিজ্ঞাসাবাদে গ্রেফতার সোহেল জানান, নাহিদ তার বন্ধু ছিল। শনিবার ঝাউতলা এলাকায় নাহিদরা মারামারি করতে গিয়েছিলেন। তিনি না যাওয়ায় রোববার রাতে নাহিদ কারণ জানতে চান। এ নিয়ে কথা কাটাকাটির পর সোহেলকে মারধর করে নাহিদ। তখন সোহেল হাতে থাকা স্ক্রু ড্রাইভার দিয়ে নাহিদের বুকে আঘাত করেন।
গুরুতর অবস্থায় নাহিদকে স্থানীয় মা ও শিশু হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় এখনও মামলা হয়নি।ওসি বলেন, ওয়ার্ড কাউন্সিলর অফিসের সিসি ক্যামেরা থেকে সংগ্রহ করা ভিডিও ফুটেজে সোহেলকে মারধর করতে দেখা গেছে। তাকে চট্টগ্রামে নেয়ার পর জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.