পাঠ্য বইয়ে হযরত মহানবী (সা.) এর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি
সকল শ্রেণীর পাঠ্য পুস্তকে হযরত মুহাম্মদ (সা.)- এর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, লেখা, প্রকাশনা, টিভি অনুষ্ঠান, রেডিও অনুষ্ঠান এবং ইন্টারনেটে স্ট্যাটাসসহ যেকোন বিষয় প্রচার, প্রকাশ ও প্রদানকারীর শাস্তি মৃত্যুদন্ড করার দাবি জানায় সংগঠনটি।
রবিবার ২০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এইসব দাবিসহ মোট ৫ দফা দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে দেশে শিশু-কিশোররাও পর্নোগ্রাফিতে ভয়ঙ্কর আসক্ত। সারা দেশে হাজার হাজার সন্ত্রাসী কিশোর গ্যাংদের অস্তিত্ব ধরা পড়ছে। মারাত্মকহারে বেড়ে চলছে খুন-ধর্ষণ। অন্যদিকে দুর্নীতি, জুয়ায় সয়লাব সারাদেশ। পাশাপাশি দায়িত্বহীনতা ভেজাল, বিশৃঙ্খলায় বিপর্যস্থ সারাদেশ ও জনগণ। অথচ ৯৮ ভাগ মুসলমানের দেশে এমনটি হওয়ার কথা ছিলনা। যদি মুহাম্মদ (সা.)- এর জীবনী যথাযথ ভাবে পালন করা হতো তবে সবার মাঝে ইসলামি চিন্তা-চেতনা আসতো। একই সঙ্গে দেশে পাপাচার, অনাচার, অনিয়ম, ভেজাল ও দূর্নীতি বন্ধ হতো।
নেতৃবৃন্দ আরো বলেন, রাজারবাগ শরীফ-এর বিরুদ্ধে এনটিভি জামাত-শিবির প্ররোচিত হয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন রিপোর্ট প্রকাশ করেছে।এতে দেশের একটা বিশাল গোষ্ঠীর মানবিক বিপর্যয় ঘটানো হয়েছে। উনাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। কাজেই জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে।
তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে— রাজারবাগ শরীফ-এর বিরুদ্ধে এনটিভির মিথ্যা অপপ্রচারের জন্য জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা, ওহাবী সালাফী মতবাদ এবং মওদুদী ইসলাম প্রচারকারী এনটিভির লাইসেন্স বাতিল করা উল্লেখযোগ্য।
মানববন্ধনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মোহাম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবুল হাসান শেখ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.