সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    মাজার জিয়ারত করতে গিয়ে টাকা দিচ্ছে, তা যায় কোথায়?

    ছবি গুলো এক বছরেরও বেশি সময় আগের অনেক ঝুঁকি নিয়েই তুলেছিলাম! 
    সুনির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে। দীর্ঘদিন যাবত পবিত্র নগরী সিলেটে বসবাস। ভেবেছিলাম এসব অসংগতি নিয়ে কখনোই কিছু বলবো না! কিন্তু পরিস্থিতি দেখে না বলে পারছি না!!
    আপনারা যারা সিলেট ভ্রমণে আসেন প্রায় সবাই হযরত শাহজালাল(রঃ) এর মাজার জিয়ারত করে থাকেন। 
    মাজারের মূল গেইট দিয়ে ঢুকে কিছুদূর এগিয়ে গেলে হাতের বামপাশে সবাই হয়তো তামা/কাসা/পিতলের তৈরী এই বিশাল বড় বড় হাড়িগুলো দেখেছেন। অনেকেই হয়তো লক্ষ্য করেছেন লোহার শক্ত জালি দিয়ে আটকানো বিশাল এই হাড়িগুলোতে দর্শনার্থী/পর্যটকগন কিংবা হযরত শাহজালাল(রঃ) এর ভক্ত অনুসারীরা টাকা দান করছেন। 
    আপনার কি কখনও প্রশ্ন জেগেছে এই টাকাগুলো কোথায় যায়? কিংবা একজন মৃত আউলিয়ার কবর জিয়ারত করতে গিয়ে টাকা দিলে সেই মৃত ব্যক্তি কিংবা আপনার কি লাভ? আচ্ছা যারা টাকা পয়সা দান করেন তাদের কথা অনুযায়ী ধরে নিলাম তারা পূণ্যের আশায় দান করেন! 
    আচ্ছা এখন তো হজ্জের সময়! আপনার পরিবারের কেউ যদি হজ্জে গিয়ে থাকেন তাদের কাউকে জিজ্ঞেস করে দেখবেন আমাদের নবী(সাঃ) আমরা মুসলমানরা যার উম্মত তার রওজামুবারকে কেউ কোন টাকা পয়সা দান করতে পারেন কি না? যদি দান করা সম্ভব হতো তবে হজ্জের এই এক মৌসুমেই বিলিয়ন ডলার পরিমাণ টাকা উঠতো। কারণ সেখানে এটা করা যাবেনা! 
    যদি নবিজীর রওজামুবারকে কেউ কোন টাকা পয়সা দান করার চেষ্টা করে তবে সৌদি আরবের পুলিশ তাকে গ্রেফতার তো করবেই এবং পারলে পিটিয়ে পাছার ছাল চামড়া তুলে ফেলবে।


    আসল কথায় আসি সিলেটের এই মাজার গুলোতে কিছু সিন্ডিকেট জড়িত। যারা মাস অনুযায়ী এই টাকাগুলো নিজেরা ভাগভাটোয়ারা করে নিয়ে যায়। এভাবে একদল টানা একমাত্র টাকা তুলবে। পরবর্তী মাসে অন্য আরেক দল! এভাবে বছরের বারো মাসে ভিন্ন ভিন্ন দল টাকাগুলো নিয়ে যায়! মজার ব্যাপার হচ্ছে কোন দল কোন মাসে টাকা তুলবে তা আবার লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। 
    তারা নিজেরাই এই লটারি সম্পাদন করে। 
    কারণ শবে বরাত, রমজান মাস, দুই ঈদের মাসে টাকা উঠে সবচেয়ে বেশি। এজন্য লটারিতে ঐ মাস যাদের ভাগ্যে পরবে তারা বেশি লাভবান হয়! আর এসব কমিটির প্রায় প্রত্যেকটাই মাদকে আসক্ত! মাজার গুলো হচ্ছে গাজা, ইয়াবা সেবনের নিরাপদ স্থান! 
    এখন নিশ্চয়ই বুঝতে পারছেন সহজ সরল ভ্ক্তকূলের দান করা টাকা কোথায় যায়!!

    প্রকৃতির অপার লীলাভূমি, ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেট ভ্রমণ করুন কিন্তু ভুলেও কোন টাকা পয়সা দান করবেন না! 
    মনে রাখবেন আপনার দানকৃত টাকায় সমাজে শুধু মাদকের বিস্তার লাভ করছেনা! বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতা!

    সবাই ভালো থাকবেন। 

    বিঃদ্রঃ এটা সম্পূর্ণ অনুসন্ধানী সচেতনতা মূলক পোস্ট। অনুগ্রপূর্বক কেউ ধর্মীয় বিষয়ের সাথে গুলিয়ে বিতর্কে জড়াবেন না!





    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !