কলকাতার আকাশে টাকার বৃষ্টি!
সিনেমাতে টাকার বৃষ্টি দেখা গেলেও বাস্তবে তার মিল পাওয়া যায় না। তবে এবার কলকাতার শহরে ঘটল এমন একটি ঘটনা। যেখানে আকাশ থেকে টাকা পড়ছে। আর সেখান দিয়ে যাতায়াতকারী পথচারীরা দেদারছে টাকা কুড়িয়ে নিচ্ছে।
কলকাতায় টাকার বৃষ্টির ঘটনাটি পেছনে রহস্যটা ভিন্ন। বুধবার দুপুরে বেন্টিঙ্ক স্ট্রিটের বহুতল ভবনে হানা দিয়েছিল আয়কর বিভাগ। তাদের হাত থেকে বাঁচতে বহুতল ভবনটির জানালা দিয়ে ফেলে দেয়া হয় মুঠো মুঠো টাকা। ৫০০ ও ২০০০ টাকার নোটের বান্ডিল ফেলা হচ্ছে ওই বহুতল থেকে।এভাবে টাকা উড়তে দেখে পথচলতি মানুষজন দাঁড়িয়ে যান। শুধু দাঁড়িয়ে যাওয়া নয়, রীতিমতো আকাশ থেকে ঝড়ে পড়া টাকা কুড়াতে হিড়িক পড়ে যায় সাধারণ মানুষের। ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য।
টাকা উড়ার ঘটনাটির খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকায় সাধারণের ভিড় আরও বাড়তে থাকে।এমন কাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওটি ভারতীয় গণমাধ্যম প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে, একটি বহুতল ভবন থেকে টাকা ফেলা হচ্ছে। উপর থেকে পড়ছে বান্ডিল বান্ডিল টাকা। কে বা কারা ওই টাকা ফেলেছে, তা ভিডিওতে দেখা যায়নি।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সেখানে অনেকগুলো অফিস রয়েছে। আয়কর বিভাগের হানার ফলেই বহুতল ভবন থেকে টাকাগুলো ফেলা হয়। আয়কর অফিসারদের চোখে ফাঁকি দিতেই ছয় তলার ওই অফিসের টয়লেট থেকে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ফেলা হয় টাকার বান্ডিলগুলো।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.