সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    পদ্মা সেতুর ১৬তম স্প্যান বসানোর কাজ শুরু


    পদ্মা সেতুর আরও একটি স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাওয়া ইয়ার্ড থেকে স্প্যানটি বহনকারী ক্রেন যাত্রা শুরু করেছে পদ্মা সেতুর ১৬ ও ১৭ নম্বর পিলারের দিকে।

    ১৬তম স্প্যানটি বসলে দৃশ্যমান ২ হাজার ৪শ’ মিটার পদ্মা সেতু। সব কিছু ঠিকঠাক থাকলে এ মাসে আরও দুটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

    পদ্মার বহু রূপ। সময় এবং প্রকৃতির সাথে সাথে তাই পাল্টে যায় নদীর চেহারা। সবশেষ ১৫তম স্প্যানটি বসাতে সময় লেগেছিল অপ্রত্যাশিত ৮ দিন। ক্রেনে তুলে নদীতে ভাসিয়ে রাখতে হয়েছিল স্প্যান। দিনরাত ড্রেজিং করে সরাতে হয় নদীর তলদেশের পলি। বর্ষায় প্রায় সাড়ে ৩ মাস কাজ বন্ধ রাখার পর নদীর স্রোত কমে আসায় অক্টোবর মাসে পরিকল্পনা ছিল ৩/৪টি স্প্যান বসানোর। বসানো যায় মাত্র একটি।

    এবার ১৬তম স্প্যান বসানোর প্রস্তুতি নেয়ার পরও ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সরিয়ে নিতে হয় সব যন্ত্রপাতি। সে সমস্যা কেটে গেছে। তবে এখনও নদীতে আছে নাব্য সঙ্কট। এভাবে পলি কেটে কেটে স্প্যান বসাতে সমস্যা হচ্ছে বলে জানান পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।

    তিনি বলেন, ‘আজকে ড্রেজিং ২ মিটার করলে কালকে এটা গিয়ে ১ মিটার হয়ে যায় আর এক মিটার ভরে যাচ্ছে। যার জন্য সময় ব্যয় বেড়ে যাচ্ছে।’

    ১৫টি স্প্যান নদীতে বসানো আছে। চীন থেকে দেশে এসে পৌঁছেছে আরও ১৭টি স্প্যান, এর মধ্যে বসানোর জন্য পুরো প্রস্তুত আছে ৫টি। সেতুর ৪২টি পিলারের মধ্যে পুরো প্রস্তুত এখন ৩২টি।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !