Wednesday, April 16.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

যৌন সমস্যা ও তার সমাধান!

relation

প্রশ্নঃ- আ‌মি বি‌য়ে করে‌ছি অনেক দিন হই‌ছে আমা‌দের একটা সন্তানও আ‌ছে কিন্তু প্রথম থে‌কেই আমার সঙ্গ‌মের সময় খুবই অল্প যা আমার স্ত্রী‌কে সু‌খি কর‌তে পা‌রে না কিন্তু আ‌মি রা‌তে ক‌য়েক বার মি‌লিত হ‌তে পা‌রি।‌মিল‌নের সময় বাড়া‌নোর জন্য ডিউম্যাক্স নামের ট্যাব‌লেট খে‌য়ে‌ছি তা‌তে সময় কিছুটা বে‌ড়ে‌ছে আ‌মি কি নিয়‌মিত ঔষধ খে‌লে কি ভ‌বিষ‌তে ‌কোন সমস্যায় পড়‌বো কি না?পাশ্ব প্র‌তি‌ক্রিয়া মুক্ত টাইম বাড়া‌নোর কোন ঔষধ আ‌ছে কি? থাক‌লে নাম কি?

উত্তরঃ- ১. এসব ট্যাবলেট খাওয়া বাদ দিয়ে, আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিন। তাহলে আপনার যৌন জীবন সুখের হবে।

            ২. আপনার জন্য সব থেকে উত্তম হবে আপনি নিয়মিত কয়েকটি ফল খেতে পারলে।প্রতি দিন দুই এক বা দেড় কেজি কাল আঙুর খান।ফলের মধ্যে এটা অনেক বেশি সেক্স উপকার হয়ে থাকে। কলা খেতে পারেন বীর্য গাড় হওয়ার জন্য যা সেক্স টাইম বৃদ্বি করে(সন্তানের দৈহিক বাহ্যিক সৌন্দর্যতা বীর্য ভাল মন্দের উপর নির্ভর করে।বাদাম খেতে পারেন।আর সব থেকে উপকারী যেটা খেজুর,আপনি যদি ভাল উন্নত মানের খেজুর নিয়মিত বেশি বেশি করে খেতে পারেন ইনশাল্লাহ উপকার পাবেন। আরবীরা এই জন্যই তিন চারজন স্ত্রী কে একত্রে রাখতে সক্ষম।প্রয়োজনে এক মাসের জন্য সঙ্গম স্থগিত রাখুন। উপকার পেয়ে যাবেন।

আরেকটা কথা,প্রিথিবীর উল্লেখযোগ্য গবেষকদের মতে যাদের দাড়ি নেই তাদের সেক্স পাওয়ার কমাটাই সাভাবিক।যে কারনে দেখবেন হুজুরদের পরিবারে কোন দন্দ দেখা যায়না।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1