🌹 ভদ্র মেয়ে চেনার উপায়🌹

১. যে সব মেয়ে সাধারণত খুব আস্তে কথা বলে, কথা বলার সময় অঙ্গভঙ্গি করেনা।
২. সরাসরি পরপুরুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, খুব ধীর পায়ে এবং মাথা নিচু করে হাটে।
৩. পোশাকে খুবই শালীনতা বজায় রাখবে, যতটুকু সম্ভব পর্দায় থাকার চেষ্টা করবে।
৪. ভদ্র মেয়েরা সাধারণত আত্মকেন্দ্রিক হয়, তারা বেশীরভাগ ঘরে থাকতে ভালোবাসে।
৫. টিভি সিরিয়াল দেখার চেয়ে এরা কবিতা লেখা অথবা বই পড়তে ভালোবাসে।
৬. ভদ্র মেয়েরা সাধারণত রাগী হয়, একবার রেগে গেলে তাদের রাগ ভাঙ্গাতে বেগ পেতে হয়।
৭. কখনওই তারা প্রেমে জড়াবে না, পরিবারের সম্মান টা তারা বড় করে দেখবে।
৮. ফেইসবুক টুইটার বা অন্য কোনো মাধ্যমে তারা ছবি আপলোড দিবেনা, এমনকি অতি ঘনিষ্ঠ জনদেরকে ও ছবি দিতে অপারগতা প্রকাশ করবে।
৯. তাদের হিংসা তেমন থাকেনা, গীবত করা বা শোনা এরা মোটে ও পছন্দ করেনা।
১০. ভদ্র মেয়েরা রান্নায় খুব পাকা হয়, সবসময় ঘরে অবস্থান করার ফলে মায়ের বা ভাবীদের কাছ থেকে রান্নার বিষয়বস্তু গুলো খুব ভালোভাবেই শিখে নেয়।
১১. ভদ্র মেয়েদের বন্ধুবান্ধব হাতে গোনা কয়েকজন, আড্ডা হৈ হুল্লোড় পার্টি জন্মদিন এরা মোটে ও পছন্দ করেনা।
১২. ভদ্র মেয়েরা সাধারণত তর্কে জড়ায় না, অশ্লীল কথাবার্তা এবং অভদ্র আচরণ থেকে এরা সবসময় দূরে থাকে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.