D.O.L Starter সম্পর্কে কিছু খুটিনাটি!
১। D.O.L Starter কি?
উত্তর- D.O.L এর পূর্ণ নাম Direct on Line . যে স্টার্টার সরাসরি লাইনের সাথে যুক্ত থাকে তাকে ডাইরেক্ট অন লাইন স্টার্টার বলে। এ ধরনের স্টার্টার কারেন্ট কমাতে পারে না। তাই এ স্টার্টার দ্বারা মোটরকে খুব তারাতারি স্টার্ট বা বন্ধ করা যায়।
২। কত রেঞ্জ এর মোটর পর্যন্ত এই স্টার্টারে ব্যবহার হয়?
উত্তর- DOL Starter সাধারণত 5 HP পর্যন্ত ব্যবহার হয়ে থাকে। অনেক ক্ষেত্রে ১০ থেকে ১০০ HP পর্যন্তও ব্যবহার করে। সেটা অনেক গুলো বিষয়ের উপর নির্ভর করে। তাতে করে খরচ অনেক গুন বেরে যায়।
৩। বেশি রেঞ্জ এর মোটরে ব্যবহার করলে কি অসুবিধা হবে?
উত্তর- ডাইরেক্ট অন লাইন স্টার্টার দিয়ে মোটর চালু করার সময় ৪ থেকে ৭ গুন পর্যন্ত কারেন্ট লাইন থেকে টানে। এর কারন হল মোটরের Transient Period . Transient period নির্ভর করে মোটরের সাইজের উপর। তবে মিনিমাম ৪ সেকেন্ড। স্টার্ট এর সময় বেশি কারেন্ট টানে বলে লাইন ভোল্টেজ ঘাটতি হয়ে লাম্প ও অন্যান্য মেশিন চলতে অসুবিধা সৃষ্টি করে। অর্থাৎ লাম্প এর ক্ষেত্রে মিটমিট করে এ জন্য বড়বড় মোটরের ক্ষেত্রে কারেন্ট নিয়ন্ত্রণ করে চালাতে হয়। আবার মোটরের ক্যাবলের সাইজ এবং অন্যান্য ডিভাইজের সাইজ ও বেশি লাগে। তাতে খরচ বেরে যায়। এজন্য বড় মোটরের ক্ষেত্রে DOL Starter ব্যবহার না করে Star-Delta Starter ব্যবহার করা হয়।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.